Investigation Against Real Madrid Footballers

এমবাপে, ভিনিসিয়াস-সহ রিয়ালের চার ফুটবলার কাঠগড়ায়, চাপে ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দল

আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ আটে নামার আগেই চাপে ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:০২
Share:
football

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

হঠাৎই চাপে পড়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ। কয়েক দিন আগেই আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ আটে নামার আগে রিয়ালের চার ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। অশালীন অঙ্গভঙ্গি করে উল্লাস করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

Advertisement

রিয়ালের এই চার ফুটবলার হলেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, আন্তোনিয়ো রুডিগার ও ড্যানি সেবায়োস। প্রি-কোয়ার্টার ফাইনালে মাদ্রিদের দুই দলের খেলা অতিরিক্ত সময় পর্যন্ত ২-২ ড্র ছিল। সেই কারণে খেলার ফয়সালা হয় টাইব্রেকারে। সেখানেই আতলেতিকোকে হারায় রিয়াল। আতলেতিকোর ইউলিয়ান আলভারেসের শট বাতিল হল। রেফারি জানান, তিনি শট মারার সময় বলে দু’বার পা ছুঁইয়েছেন। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে।

ম্যাচ জেতার পর রিয়ালের চার ফুটবলারের উল্লাসের ধরন অশালীন ছিল বলে অভিযোগ। উয়েফা একটি বিবৃতিতে জানিয়েছে, “রিয়াল মাদ্রিদের চার ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উয়েফার শৃঙ্খলারক্ষা কমিটির এক আধিকারিক তদন্ত করছেন। তিনি সব খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন।”

Advertisement

এই বিষয়ে অবশ্য রিয়াল মাদ্রিদ কোনও মন্তব্য করতে চায়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে, বিতর্ক বাড়াতে চাইছে না তারা। কোয়ার্টার ফাইনালেও কড়া প্রতিপক্ষ রিয়ালের। ৮ এপ্রিল প্রথম পর্বের খেলায় আর্সেনালের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের আগে চাপ বাড়ল ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement