Cristiano Ronaldo

রোনাল্ডো আরও ১০ বছর খেলতে চান, বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা ক্রিশ্চিয়ানো বললেন মনের কথা

কবে অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এখন অবসর নিয়ে কিছু ভাবতে চান না পর্তুগিজ তারকা। এখনও অন্তত ১০ বছর খেলতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৫:৪২
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র

এখনও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন। প্রতিদ্বন্দ্বী লিয়োনেস মেসি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর খিদেটা বোধহয় আরও বেড়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাই এখন অবসর নিয়ে কিছু ‌ভাবতে চান না তিনি।

Advertisement

দুবাইয়ে ফুটবলের একটি অনুষ্ঠানে রোনাল্ডোকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘‘কখন অবসর নেব? সত্যি বলতে আমিও এখন জানি না। হয়তো ১০ বছর পরে।’’ রোনাল্ডোর মুখে এ কথা শুনে অবাক হয়ে যান সঞ্চালকও। যদিও তার পরেই সিআর৭ জানান, তিনি মজা করছিলেন। রোনাল্ডো বলেন, ‘‘আমি মজা করছিলাম। তবে সত্যিই জানি না কবে অবসর নেব। এখনও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখি।’’

গত বছর ক্লাব ও দেশের হয়ে ৫৪টি গোল করেছেন রোনাল্ডো। চলতি মরসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতা তিনি। খেলা এখনও উপভোগ করছেন রোনাল্ডো। তিনি বলেন, ‘‘চলতি মরসুম খুব ভাল যাচ্ছে। আমি সর্বোচ্চ গোলদাতা। নিজের খেলায় আমি গর্বিত। ৩৯ বছর বয়সেও খেলতে সমস্যা হচ্ছে না।’’

Advertisement

সৌদি লিগকে ফরাসি লিগের থেকে উপরে রাখছেন রোনাল্ডো। তাঁর মতে, এশিয়ার এই দেশে এখন লড়াই অনেক বেশি। রোনাল্ডো বলেন, ‘‘সত্যি বলতে ফরাসি লিগের থেকে এখন সৌদি লিগে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। ফরাসি লিগে দু’তিনটে দলের মধ্যেই লড়াই হয়। এখানে ভাল দলের সংখ্যা অনেক বেশি। সৌদি লিগ এখনও উন্নতি করছে। প্রতি মরসুমে ভাল ভাল ফুটবলার আসছে। তারা বিশ্বের যে কোনও লিগে খেলার যোগ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement