FA Cup

ম্যান সিটি ঝড়ে বিদায় চেলসির

স্ট্যামফোর্ড ব্রিজে ঘরের মাঠে গত শুক্রবার লড়াই করে ০-১ গোলে হেরেছিল চেলসি। রবিবার এতিহাদ স্টেডিয়ামেও ছবিটা পাল্টায়নি। এই ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন ম্যান সিটি ম্যানেজার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ০৮:৩৫
Share:

আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে চেলসিকে দু’বার হারাল ম্যাঞ্চেস্টার সিটি। ছবি: রয়টার্স।

এফএ কাপ

Advertisement

ম্যাঞ্চেস্টার সিটি ৪ চেলসি ০

লিভারপুল ২ উলভস ২

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগের পরে এফএ কাপ— আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে চেলসিকে দু’বার হারাল ম্যাঞ্চেস্টার সিটি। আর্লিং হালান্ডকে ছাড়াই রবিবার ঘরের মাঠে ৪-০ গোলে জিতে চতুর্থ রাউন্ডে উঠল পেপ গুয়ার্দিওলার দল। ছিটকে গেল চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে ঘরের মাঠে গত শুক্রবার লড়াই করে ০-১ গোলে হেরেছিল চেলসি। রবিবার এতিহাদ স্টেডিয়ামেও ছবিটা পাল্টায়নি। এই ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন ম্যান সিটি ম্যানেজার। হালান্ড ছাড়াও কেভিন দ্য ব্রুইন, ইলখাই গুন্দোয়ানদের খেলাননি। তা সত্ত্বেও ২৩ মিনিটের মধ্যে ম্যান সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ়। ২৭ মিনিটে নিজেদের বক্সের মধ্যে হাভাৎজ়ের হাতে বল লাগে। ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ম্যান সিটিকে ২-০ এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয় তারকা ইউলিয়ান আলভারেজ়। ৩৮ মিনিটে বাঁ পায়ের শটে ৩-০ করেন ফোডেন। দ্বিতীয়ার্ধে ম্যান সিটির আক্রমণের ঝড়ে বিপর্যস্ত হয়ে নিজেদের বক্সে ফাউল করেন কালিদোউ কোলিবালি। নিজের দ্বিতীয় ও ম্যান সিটির হয়ে চতুর্থ গোলকরেন মাহরেজ়।

এ দিকে, উলভসের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া লিভারপুলের। শনিবার রাতে অ্যানফিল্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডের দ্বৈরথ শেষ হল নাটকীয় ভাবে। অফসাইডে গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ উলভস ম্যানেজার ইউলিয়ান লোপেতেগি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement