উত্তেজনা: এ ভাবেই ঝামেলায় জড়ালেন ব্রুনো ফের্নান্দেস। ছবি রয়টার্স।
চেলসির বিরুদ্ধে ব্রুনো ফের্নান্দেসের ৭০ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে গিয়েও তিন পয়েন্ট পেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৪ মিনিটে পরেই চেলসির মইসেস কায়সেদো নিচু ভলিতে সেই গোল শোধ করে দেওয়ায়।
এরিক টেন হ্যাগ বিদায় নেওয়ার ঠিক পরের ম্যাচে বুধবার ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের ক্লাব চমকে দিয়েছিল লেস্টার সিটিকে পাঁচ গোল দিয়ে। সাম্প্রতিক অতীতে প্রিমিয়ার লিগের কোনও দলের বিরুদ্ধ পাঁচ গোল দিতে পারেনি ম্যান ইউ। বুধবারের খেলাটি ছিল ইংলিশ লিগ কাপে শেষ ষোলো পর্বের। ম্যান ইউ যে দ্বৈরথ জেতে ৫-২ গোলে। টেন হ্যাগ বিদায়ের পরে ক্লাবের দায়িত্ব সামলাচ্ছেন রুদ ফান নিস্তেলরুই। এতদিন তিনি টেন হ্যাগেরই সহকারী ছিলেন। নিস্তেলরুই অন্তত আরও তিনটি ম্যাচে ডাগআউটে থাকছেনই। কিন্তু তাঁর প্রশিক্ষণে লেস্টার সিটিকে হারানোর পরেই আবার পয়েন্ট নষ্ট করল রেড ডেভিলস।
জয় হাতছাড়া করার আক্ষেপ রয়েছে অধিনায়ক ব্রুনোর-ও। ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তেরো নম্বরেই রয়েছে ম্যান ইউ। ম্যাচের পরে ব্রুনো বলেন, ‘‘টেন হ্যাগ চলে গিয়েছেন। মরসুমের মাঝখানে এই পরিবর্তন সুখকর নয়। আমরাও সেরা দল হিসেবে এখনও নিজেদের প্রমাণ করে উঠতে পারিনি। গোল করেও তা ধরে না রাখতে পারার ব্যর্থতা কাটাতেই হবে।’’
ম্যানেজার নিস্তেলরুই বলেছেন, ‘‘ফল হয়তো কাঙ্ক্ষিত নয়, তবে ফুটবলারদের লড়াই দেখে আশ্বস্ত হওয়া যেতেই পারে।’’ যোগ করেন, ‘‘আমি নিজে এই ক্লাবের জার্সিতে খেলেছি। ম্যান ইউকে নিয়ে দর্শকদের অন্য একটা আবেগ রয়েছে। তাকেও সম্মান জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আশা করব, এ ভাবে পয়েন্ট নষ্ট হবে না ভবিষ্যতে।’’
বাইরের মাঠে খেলতে এসে ম্যান ইউয়ের থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া বড় প্রাপ্তি চেলসি শিবিরের। ম্যানেজার এনজ়ো মারেসকা বলেছেন, ‘‘আমরা জানতাম, ওল্ড ট্র্যাফোর্ডে খেলা কতটা কঠিন। পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফেরানোই আমার কাছে বড় প্রাপ্তি। হয়তো আরও একটু সতর্ক হলে ম্যাচটা জিততেও পারতাম।’’ ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেলসি।
ম্যান ইউ-চেলসি ম্যাচে বেশ কয়েক বার মাথা গরম করেন দু’দলের ফুটবলাররা। একবার রেড ডেভিলসের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস তো কোল পামারের পা ধরে হলুদ কার্ড দেখেন। মাথা গরম করেন ব্রুনো ফের্নান্দেস। হলুদ কার্ড দেখেন মার্কাস র্যাশফোর্ডও। ম্যান ইউ পেনাল্টি পায় হাত দিয়ে বক্সের মধ্যে বিপক্ষ ফুটবলারকে চেলসি গোলরক্ষক রবার্ট ফের্নান্দেসকে আটকানোয়। ঠান্ডা মাথায় ব্রুনো পেনাল্টি থেকে গোল করেন। চেলসির গোলরক্ষক উল্টো দিকে ঝাঁপান।
রবিবার টটেনহ্যাম চমকে দেয় ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে। জোড়া গোল করেন ডমিনিক সোলাঙ্কে। ৭৫ ও ৭৯ মিনিটে। ম্যাচে প্রথম গোল কিন্তু অ্যাস্টন ভিলার। ৩২ মিনিটে ১-০ করেন তাদের মর্গ্যান রজার্স। ১৭ মিনিটে পরেই টটেনহ্যামের ব্রেননান জনসন ১-১ করে দেন। দ্বিতীয়ার্ধে সোলাঙ্কের সৌজন্যে খেলার রাশ পুরোপুরি টটেনহ্যামের হাতে চলে আসে। তারা চতুর্থ গোল পায় সংযুক্ত সময়ের ছ’মিনিটে। এই ম্যাচের পরে পয়েন্ট টেবলে তারা রয়েছে সপ্তম স্থানে।