উল্লাস: পেনাল্টিতে জোড়া গোল করে নায়ক পামার। ছবি: রয়টার্স।
ইংলিশ প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস লড়াইয়ে রবিবার চেলসি বিপক্ষের মাঠে ৪-৩ গোলে হারাল টটেনহ্যামকে। ১১ মিনিটের মধ্যে ০-২ পিছিয়ে পড়েও।
খেলার ৫ মিনিটেই ডমিনিক সোলাঙ্কের সৌজন্যে ১-০ করে ফেলে টটেনহ্যাম। ১১ মিনিটে তাদের ডেজান কুলুসেভস্কি ২-০ করে দেন। ১৭ মিনিটে ব্যবধান কমান চেলসির জ্যাডন স্যাঞ্চো। পরের তিনটি গোলের দু’টিই পেনাল্টিতে। দু’টিই করেন কোল পামার। ৬১ ও ৮৪ মিনিটে। মাঝখানে ৩-২ করেছিলেন এনজ়ো ফার্নান্ডেজ়। ২-৪ পিছিয়ে থাকা টটেনহ্যাম ব্যবধান কমায় সংযুক্ত সময়ের ৬ মিনিটে সন হিউন মিনের সৌজন্যে। এই জয়ে আর্সেনালকে পিছনে ফেলে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল চেলসি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। শীর্ষে থাকা লিভারপুলের থেকে তারা মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে আছে।
এ দিকে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে প্রতিপক্ষ মোনাকোর মুখোমুখি হওয়ার আগেবড় ধাক্কা খেল আর্সেনাল। ফুলহ্যামের বিরুদ্ধে তাদের ম্যাচ শেষ হল ১-১ গোলে।
ম্যাচের ১১ মিনিটে রাউল খিমেনেসের গোলে এগিয়ে গিয়েছিল ফুলহ্যাম। ৫২ মিনিটে আর্সেনাল সমতায় ফেরে উইলিয়াম সালিবার গোলে। ১৫ ম্যাচে২৯ পয়েন্ট নিয়ে টেবলের দুই নম্বরে আর্সেনাল। তবে দলের খেলায় খুশি হতে পারেননি ম্যানেজার মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘‘আমরা অনেক সহজ সুযোগ নষ্ট করেছি। ফুটবলাররা এই ত্রুটি যদি কাটিয়ে না উঠতে পারে, তা হলে সঙ্কট বাড়তে পারে।’’
আর্তেতা আরও বলেন, ‘‘কৃতিত্ব দিতে হবে ফুলহ্যাম-কে। ওরা পেনাল্টি বক্সের সামনে আমাদের সমস্ত আক্রমণ থামিয়ে দিয়েছে। এই বিষয়ে আরও সচেতন থাকতে হবে স্ট্রাইকারদের। প্রতিপক্ষ কখনও গোল করার জায়গা দেবে না। সেটা মাথায় রাখতে হবে। মোনাকো ম্যাচের আগে এটাই মাথাব্যথার কারণ।’’