Liverpool

Liverpool: ২৫ ম্যাচ পরে হারল লিভারপুল

প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগেই ১-১ করে দেন ট্রেন্ট আলেকজ়ান্ডার-আর্নল্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ০৯:৫৮
Share:

থামল লিভারপুলের জয়রথ। ছবি সংগৃহীত।

ইপিএল

Advertisement

ওয়েস্ট হ্যাম ৩ লিভারপুল ২

Advertisement

অবশেষে থামল লিভারপুলের অশ্বমেধের ঘোড়া। টানা ২৫টি ম্যাচে অপরাজিত থাকার পরে রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হারলেন মহম্মদ সালাহরা।

রবিবার ম্যাচের শুরুতেই বিপর্যয় নেমে আসে লিভারপুল শিবিরে। ওয়েস্ট হ্যামের পাবলো ফোরনাল্সের কর্নার থেকে উড়ে আসা বল হাত দিয়ে বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন গোলরক্ষক অ্যালিসন বেকার। লিভারপুলের ফুটবলারেরা রেফারিকে ঘিরে ধরে গোল বাতিলের দাবি জানান। তাঁদের অভিযোগ, ফাউল করা হয়েছিল অ্যালিসনকে। ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে রেফারি গোলের নির্দেশই বহাল রাখেন।

প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগেই ১-১ করে দেন ট্রেন্ট আলেকজ়ান্ডার-আর্নল্ড। ৬৭ মিনিটে পাবলো গোল করে ওয়েস্ট হ্যামকে ২-১ এগিয়ে দেন। ৭৪ মিনিটে ৩-১ করেন কার্ট জ়ুমা। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে দিভোক ওহিগি ব্যবধান কমালেও দলের হার বাঁচাতে পারেননি। পাঁচ বছর পরে লিভারপুলকে হারিয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলে তৃতীয় স্থানে উঠে এল ওয়েস্ট হ্যাম।

আর্সেনাল জয়ী: ঘরের মাঠে ওয়াটফোর্ডকে ১-০ হারাল আর্সেনাল। রুদ্ধশ্বাস ম্যাচে ৫৬ মিনিটে জয়সূচক গোল করেন স্মিথ রোয়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement