ইস্টবেঙ্গল দল। — ফাইল চিত্র।
সুপার কাপ জেতার সুবাদে এ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষের নাম জানা গেল শুক্রবার। তুর্কমেনিস্তানের ক্লাব অল্টিন অসিরের বিরুদ্ধে খেলতে চলেছে তারা।
আইএসএলের লিগ-শিল্ড জেতার সুবাদে মোহনবাগান সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলবে। ইস্টবেঙ্গল সুপার কাপ জেতায় তাদের যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। সেই ম্যাচ ইস্টবেঙ্গলের ঘরের মাঠ যুবভারতীতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচ জিততে না পারে, তা হলে এএফসি চ্যালেঞ্জার লিগে খেলার সুযোগ পাবে।
তুর্কমেনিস্তানের ঘরোয়া লিগ জয়ীর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে তুর্কমেনিস্তানের ঘরোয়া লিগ জিতেছে এফকে আর্কাদাগ। তবু লাইসেন্সিং সমস্যায় চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে পারবে না তারা। খেলতে হবে চ্যালেঞ্জার লিগে। দ্বিতীয় স্থানে থাকা অল্টিন অসিরকে সুযোগ দেওয়া হয়েছে যোগ্যতা অর্জন পর্বে খেলার।
২০১৮ সালে এএফসি-র দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা এএফসি কাপে রানার্স হয়েছিল অল্টিন অসির। সেই প্রতিযোগিতারই নাম পাল্টে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ রাখা হয়েছে।