ইস্টবেঙ্গলের উৎসব। —ফাইল চিত্র।
সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিপরীতে জামশেদপুর। আগামী বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে খেলবে দুই দল। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠল জামশেদপুর। শনিবার তারা ২-০ গোলে হারিয়ে দিল শিলং লাজংকে। শুক্রবার ইস্টবেঙ্গলও অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিল।
মোহনবাগান সুপার জায়ান্টকে শুক্রবার ৩-১ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। এ বার তাদের খেলতে হবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। কেরল ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড এবং শিলং লাজংকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। এই তিন ম্যাচে সাতটি গোল করেছে তারা। খেয়েছে তিনটি। অন্য দিকে, ইস্টবেঙ্গল হারিয়েছে হায়দরাবাদ এফসি, শ্রীনিডি ডেকান এবং মোহনবাগানকে। লাল-হলুদ আটটি গোল করেছে। খেয়েছে চারটি।
মোহনবাগানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠা ইস্টবেঙ্গল অনেক বেশি গোছানো ফুটবল খেলছে। মহেশ নাওরেম এবং লালচুংনুঙ্গা জাতীয় দলে থাকলেও লাল-হলুদ যত ম্যাচ গড়াচ্ছে, তত শক্তিশালী হচ্ছে। জামশেদপুরের কোচ এখন খালিদ জামিল। সুপার কাপের আগেই তাঁকে কোচ করেছে জামশেদপুর। তাঁর প্রশিক্ষণে পর পর তিনটি ম্যাচ জিতেছে তারা। জামিল এর আগে ইস্টবেঙ্গলেরও কোচ ছিলেন। তখন যদিও লাল-হলুদ ছিল আইলিগে। এখনকার দলের সঙ্গে কোনও মিল নেই।