অস্কার ব্রুজ়ো। —ফাইল চিত্র।
অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব এফসিকে হারিয়ে চনমনে ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজ়োও খুশি। শেষ পাঁচ ম্যাচ থেকে এসেছে ১০ পয়েন্ট। দল ছন্দ ফিরে পেতেই নিজের লক্ষ্য বদলে ফেললেন লাল-হলুদ কোচ।
কয়েক দিন আগে হতাশ ব্রুজ়ো বলেছিলেন, এএফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপ তাঁর লক্ষ্য। পঞ্জাব ম্যাচের পর সেই ব্রুজ়োই বলেছেন, এএফসি চ্যালেঞ্জ লিগের থেকে আইএসএলের গুরুত্ব বেশি। শনিবার তিনি বলেছেন, ‘‘মনে হচ্ছে আমাদের দলটা ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে। ইতিবাচক ফুটবল দেখা যাচ্ছে। এটা আমাদের মরসুমের কঠিনতম পর্বের আগে উৎসাহিত করবে।’’ ব্রুজ়ো আরও বলেছেন, ‘‘দল স্থিতিশীল হলে একত্রিত হয়ে খেলা যায়। জেতার জন্য লড়াই করে। মানসিকতা অন্য রকম হয়। ফুটবলারেরাও খেলাটা উপভোগ করে। কী ভাবে খেলতে হবে, প্রতিপক্ষকে কী ভাবে চাপে ফেলা যাবে, এই ব্যাপারগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। ফুটবলারেরা আত্মবিশ্বাসী থাকে।’’
ব্রুজ়ো সুপার সিক্স নিয়ে ভাবছেন না। তাঁর লক্ষ্য ইস্টবেঙ্গলকে যতটা সম্ভব পয়েন্ট টেবিলের ভাল জায়গায় পৌঁছে দেওয়া। ব্রুজ়ো বলেছেন, ‘‘এএফসি চ্যালেঞ্জ লিগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু আইএসএল আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি গত কয়েক সপ্তাহ ধরেই বলে আসছি, শেষ তিন দলের মধ্যে থাকা মেনে নেওয়া যায় না। আমরা টেবিলে উপরের দিকে উঠতে চাই। আজকের ম্যাচকে সেই লক্ষ্যে পৌঁছনোর প্রথম ধাপ বলা যেতে পারে।’’ উল্লেখ্য, ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ন’নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।
ক্যামেরুনের স্ট্রাইকার মেসি বৌলির খেলায় খুশি লাল-হলুদ কোচ। তিনি মনে করছেন, দলে ফিনিশিংয়ের যে অভাব ছিল তা অনেকটাই মিটে গিয়েছে।