ICC Champions Trophy 2025

ভারতকে হারাতে না পারলে নিজের নাম বদলে দেবেন! পাক প্রধানমন্ত্রী শরিফের মন্তব্যে তুঙ্গে ক্রিকেটে উত্তাপ

ভারতকে হারাতে না পারলে নিজের নাম বদলে দিতে চান প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে তাঁর মন্তব্য ঘিরে বাড়ছে ক্রিকেট উত্তাপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৪
Share:

শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের আগে আসরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তাঁর একটি মন্তব্য উত্তাপ বাড়াচ্ছে মহারণের। শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে হারাতে না পারলে নিজের নামই বদলে দেবেন।

Advertisement

শরিফ আসলে রবিবারের ক্রিকেট ম্যাচ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবু ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাঁর মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শরিফ। ভাইরাল হওয়া ভিডিয়োয় পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘ঈশ্বর চাইলে আমরা কঠিন পরিশ্রম করব। দিন-রাত এক করে খাটব। একটা দিন আসবে যখন আমরা ভারতকে পিছনে ফেলে দেব। না পারলে আমার নাম শাহবাজ় শরিফ নয়।’’ তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা পাকিস্তানকে দারুণ জায়গায় পৌঁছে দেব। ভারতের থেকেও এগিয়ে যাব।’’

ঋণ জর্জরিত দেশকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করে তোলার স্বপ্ন দেখছেন শরিফ। সেই প্রসঙ্গেই ভারতের আর্থিক উন্নয়নকে ছাপিয়ে যাওয়ার কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী। নিজেকেই এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দু’দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই সুযোগে তাঁর অর্থনৈতিক উন্নয়নের বার্তা বা প্রতিজ্ঞাকে ক্রিকেটপ্রেমীদের একাংশ ক্রিকেটের লড়াইয়ের সঙ্গেও মিলিয়ে দিচ্ছেন।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’তে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছেন রোহিত শর্মারা। পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবেন তাঁরা। অন্য দিকে, প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হারায় শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে জিততেই হবে মহম্মদ রিজ়ওয়ানদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement