East Bengal

Poila Baisakhn Special: কলকাতা ময়দানে ফিরল উৎসব, আপ্লুত জুয়ান

সংবর্ধনা মঞ্চে জুয়ান বললেন, ‘‘এই অভিজ্ঞতা অসাধারণ।’’ মোহনবাগানের নতুন  সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘যুবভারতীতে এএফসি কাপে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে ম্যাচের টিকিটের ন্যূনতম দাম ১০০ টাকা করা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০৭:৫৬
Share:

উৎসব: ইস্টবেঙ্গলে বার পুজোয় প্রশান্ত, শঙ্করলালরা। ছবি: সুদীপ্ত ভৌমিক

মোহনবাগানের বার পুজো ছিল সকাল দশটা নাগাদ। কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে প্রীতম কোটাল, সুব্রত পাল, প্রবীর দাস, কিয়ান নাসিরিরা পৌঁছতেই শুরু হয় সমর্থকদের জয়ধ্বনি। সংবর্ধনা মঞ্চে জুয়ান বললেন, ‘‘এই অভিজ্ঞতা অসাধারণ।’’ মোহনবাগানের নতুন সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘যুবভারতীতে এএফসি কাপে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে ম্যাচের টিকিটের ন্যূনতম দাম ১০০ টাকা করা হয়েছে।’’

Advertisement

অতিমারির আতঙ্ক কাটিয়ে দু’বছর পরে নববর্ষে স্বমহিমায় কলকাতা ময়দান। ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ সব ক্লাবের বার পুজো নিয়েই উন্মাদনা ছিল তুঙ্গে। নববর্ষের সকালেই আত্মপ্রকাশ করল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবও।

ইস্টবেঙ্গল মাঠে বার পুজো হয় সকাল ৭.৫০ নাগাদ। ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মিহির বসু, ভাস্কর গঙ্গোপাধ্যায়, তরুণ দে, শঙ্করলাল চক্রবর্তী-সহ অতীতের তারকারা। শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘ক্লাবকে ফের এশীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়াই লক্ষ্য।’’

Advertisement

মোহনবাগানের বার পুজো ছিল সকাল দশটা নাগাদ। কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে প্রীতম কোটাল, সুব্রত পাল, প্রবীর দাস, কিয়ান নাসিরিরা পৌঁছতেই শুরু হয় সমর্থকদের জয়ধ্বনি। সংবর্ধনা মঞ্চে জুয়ান বললেন, ‘‘এই অভিজ্ঞতা অসাধারণ।’’ মোহনবাগানের নতুন সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘যুবভারতীতে এএফসি কাপে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে ম্যাচের টিকিটের ন্যূনতম দাম ১০০ টাকা করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement