Mohammedan SC

Durand Cup: জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু মহমেডানের, এফসি গোয়াকে হারাল ৩-১ গোলে

প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ জয় ছিনিয়ে নিল মহমেডান। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দলের হয়ে গোল করলেন প্রীতম, ফাসলু এবং মার্কাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ২২:৫৮
Share:

মহমেডান-এফসি গোয়া ম্যাচে বল দখলের লড়াই। ছবি: টুইটার।

জয় দিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার প্রথম ম্যাচে এফসি গোয়াকে ৩-১ ব্যবধানে হারাল সাদা-কালো ব্রিগেড।

Advertisement

প্রথমার্ধে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকেও অনবদ্য প্রত্যাবর্তন মহমেডানের। ডুরান্ড কাপের প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে অন্য মেজাজে দেখা গেল মহমেডান ফুটবলারদের। সেই মেজাজেই এল ৩-১ ব্যবধানে জয়।

শুরুটা একটু রক্ষণাত্মক মেজাজে করেছিল দু’দল। প্রতিপক্ষকে মেপে নিতে চেয়েছিলেন যুযুধান দুই কোচ। তার মধ্যেই ৩৪ মিনিটে মহম্মদ নেমিল গোল করে এগিয়ে দেন গোয়ার দলটিকে। গোল খেয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় মহমেডান। যদিও বিরতিতে কোচের পরামর্শে দ্বিতীয়ার্ধে আগ্রাসী মেজাজে দেখা যায় তাঁদের। ৪৮ মিনিটেই প্রীতম সিংহের গোলে সমতা ফেরায় মহমেডান। গোল পাওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় তারা। একের পর এক আক্রমণ তুলে আনে গোয়ার বক্সে। বল পায়ে রাখার ক্ষেত্রেও প্রতিপক্ষের থেকে অনেক এগিয়ে ছিল মহমেডান।

Advertisement

৮৪ মিনিটে আভাস থাপার ক্রশ থেকে মহমেডানের দ্বিতীয় গোল করেন ফাসলু রহমান। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধান ধরে রাখেন মহমেডান ফুটবলাররা। এর পর সংযুক্ত সময়ের তিন মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন মার্কাস জোসেফ।

দ্বিতীয়ার্ধে মহমেডানের আক্রমণাত্মক ফুটবলের সামনে এফসি গোয়ার রক্ষণভাগের ফুটবলাররা কয়েক বার ভুল করেন। একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত মহমেডান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement