Cristiano Ronaldo

Cristiano Ronaldo: প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রোনাল্ডো

রোনাল্ডো ম্যান ইউ জার্সি গায়ে ২১ ম্যাচে ১৪ গোল করার পরে এখনও প্রত্যয়ী এ বার ঘুরে দাঁড়াবে দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ০৭:৩৮
Share:

হতাশ: দলের খেলায় খুশি হতে পারছেন না রোনাল্ডো। ফাইল চিত্র।

ইউরোপা লিগ খেলার জন্য তিনি জুভেন্টাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আসেননি। ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানের বাইরে থেকে মরসুম শেষ করা মানেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে তা ব্যর্থতা। সাক্ষাৎকারে এ কথাই বললেন ম্যান ইউয়ের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ‍‘‍‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয় লিগ জিতবে না হলে দ্বিতীয় বা তৃতীয় হয়ে লিগ শেষ করবে। আমি এই তিন স্থানের বাইরে ম্যান ইউয়ের জন্য কোনও সম্মানজনক স্থান দেখি না। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন স্থানের বাইরে আমাদের ক্লাব থাকবে—এই মানসিকতা আমি মেনে নিতে পারি না।’’

গত গ্রীষ্মে ইটালির সেরি আ-র দল জুভেন্টাস ছেড়ে রোনাল্ডোর ম্যান ইউয়ে পা রাখার পরে রোনাল্ডো আশা করেছিলেন, এ বার ইংলিশ প্রিমিয়ার লিগে খেতাব জয়ের জন্য লড়বেন তাঁরা। কিন্তু এই মুহূর্তে ইপিএলের মাঝপথে এসে ম্যান ইউ লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির চেয়ে ২২ পয়েন্ট পিছনে। রোনাল্ডোরা রয়েছেন সপ্তম স্থানে। তাঁদের আগের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ হারায় চাকরি খুইয়েছেন। অর্ন্তবর্তীকালীন ম্যানেজার হিসেবে গত মাসে দায়িত্ব নিয়েছেন রালফ রাংনিক। তাঁর প্রশিক্ষণে ১৮ পয়েন্টের মধ্যে (ছ’টি ম্যাচ) ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যান ইউ। রোনাল্ডো ম্যান ইউ জার্সি গায়ে ২১ ম্যাচে ১৪ গোল করার পরে এখনও প্রত্যয়ী এ বার ঘুরে দাঁড়াবে দল। শীর্ষ স্থানের দিকে ক্রমে এগিয়ে যাবেন তাঁরা। সি আর সেভেনের কথায়, ‍‘‍‘পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম স্থানে লড়ার জন্য আমি এই ক্লাবে আসিনি। আমি এই ক্লাবে এসেছি জিততে প্রতিদ্বন্দ্বীতা করতে। আমরা লড়াই করছি অবশ্যই। কিন্তু সেই লড়াই সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে না।’’ যোগ করেছেন, ‍‘‍‘উন্নতি করতে গেলে এখনও অনেক পথ হাঁটতে হবে। আমি এখনও বিশ্বাস করি, আমরা মানসিকতা পরিবর্তন করলে বড় সাফল্য পেতেই পারি।’’

Advertisement

সাক্ষাৎকারে যদিও অর্ন্তবর্তীকালীন ম্যানেজার রালফ রাংনিকের প্রশংসা করে রোনাল্ডো জানিয়েছেন, নতুন ম্যানেজার ভালই কাজ করছেন। পর্তুগিজ তারকা বলেছেন, ‍‘‍‘ওর চিন্তাধারার সঙ্গে ফুটবলারদের একাত্ম হওয়ার সময় দিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement