Cristiano Ronaldo

কোচ সমস্যা নয়, ম্যান ইউ নিয়ে আবার সরব রোনাল্ডো, প্রশংসা করলেন রিয়াল মাদ্রিদের

প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিয়ে আবার সরব হলেন রোনাল্ডো। তাঁর বক্তব্য, আসল সমস্যা ঢাকতে কোচ বদল করা হচ্ছে। একই সঙ্গে প্রশংসা করেছেন আর এক প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮
Share:
picture of Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে আবার সরব ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাক্তন ক্লাবের ব্যর্থতার দায় তিনি চাপিয়েছেন কর্তৃপক্ষের উপর। সিআর সেভেনের অভিযোগ, কর্তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বার বার কোচদের বলির পাঁঠা করছে। একই সঙ্গে রোনাল্ডো আশাবাদী তাঁর আর এক প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদকে নিয়ে।

Advertisement

দু’দফায় ম্যাঞ্চেস্টার ইউনাইডেটের হয়ে খেলেছেন রোনাল্ডো। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলেই সিআর সেভেন হয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ঘুরে আবার ২০২১-২০২২ মরসুমে লাল জার্সি পরেছিলেন রোনাল্ডো। শেষ বার ক্লাব ছাড়েন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের জন্যই। কর্তাদের বিরুদ্ধে সেই রোগ এখনও রয়েছে রোনাল্ডোর। শুক্রবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে আবার ম্যাঞ্চেস্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়ালেন পর্তুগালের অধিনায়ক।

রোনাল্ডোকে প্রশ্ন করা হয়েছিল, ম্যান ইউ কি ইপিএল জেতার দৌড়ে ফিরতে পারবে? উত্তরে রোনাল্ডো বলেন, ‘‘কঠিন। বিশ্বের সবচেয়ে কঠিন লিগ হল ইপিএল। দেড় বছর আগে যা বলেছিলাম, আজও একই কথা বলব। ম্যান ইউয়ের সমস্যা ম্যানেজার (কোচ) নয়। সমস্যাটা একই রয়েছে। একটা উদাহরণ দিতে পারি, সেটা হল ক্লাবের পরিবেশ এখন অনেকটা অ্যাকোরিয়ামের মতো।’’ উদাহরণের ব্যাখ্যাও দিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, ‘‘আপনি যদি অ্যাকোরিয়াম থেকে একটি অসুস্থ মাছকে বের করে এনে তাকে সুস্থ করতে চান তা হলে এক রকম। তাকে আবার অ্যাকোরিয়ামে ছেড়ে দিলে সে তো আবার অসুস্থ হয়ে পড়বে। ম্যান ইউয়ের সমস্যাও অনেকটা একই রকম। সমস্যা কোচ নয়। আরও বড় সমস্যা রয়েছে।’’

Advertisement

আপনাকে দায়িত্ব দিলে কী সমস্যার সমাধান হবে? রোনাল্ডো বলেছেন, ‘‘১০০ শতাংশ হবে। আমার ক্লাবের মালিক হলে সমস্যার সমাধান করতাম। যেগুলি খারাপ সেগুলো বন্ধ করার চেষ্টা করতাম।’’ একই সঙ্গে রোনাল্ডো বলেছেন, ‘‘আমার বয়স বেশি হয়নি। অনেক পরিকল্পনা রয়েছে আমার। এখনও অনেক স্বপ্ন রয়েছে। তবে একটা কথা বলতে পারি, ভবিষ্যতে কোনও একটা বড় ক্লাবের মালিকানা কিনবই।’’

ম্যান ইউয়ের সমালোচনা করলেও রিয়ালের প্রশংসা করেছেন রোনাল্ডো। তাঁকে প্রশ্ন করা হয় চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষেত্রে কাদের এগিয়ে রাখছেন? রোনাল্ডো বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষেত্রে যদি কোনও ক্লাব নিয়ে বাজি ধরতে হয়, তা হলে রিয়াল মাদ্রিদের কথা বলব। মরসুমের শুরুর দিকে রিয়ালকে নিয়ে কেউই হয়তো ভাল কিছু আশা করেনি। কিন্তু এখন ওরা বার্সেলোনাকেও পিছনে ফেলে দিয়েছে। বের্নাবিউয়ে খেলতে সব দলই ভয় পায়। আসলে মাঠটার একটা ব্যাপার আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement