জোড়া-ফলা: বেঞ্জেমা-ভিনিসিয়াস জুটিই ভরসা রিয়ালের। টুইটার
মাদ্রিদ রওনা হওয়ার আগে টমাস টুহল সাংবাদিকদের বলে ফেলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে চেলসির কাছে। আজ, মঙ্গলবার রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইটা তাই একপ্রকার নিয়মরক্ষার!
গতবারের চ্যাম্পিয়ন দলকে দ্বিতীয় পর্বের এই ম্যাচে ৪-০ জিততে হবে প্রথম পর্বের ঘাটতি মেটাতে হলে। যদিও রিয়াল মাদ্রিদ শিবির আদৌ মূল্য দিচ্ছে না এমন বক্তব্যকে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রিয়াল ম্যানেজার কার্লো আনচেলোত্তির পাল্টা যুক্তি, অভিজ্ঞ টুহলের ম্যাচের আগে এমন মনস্তাত্ত্বিক চালকে তিনি ধর্তব্যের মধ্যেই রাখতে চান না।
করিম বেঞ্জেমাদের গুরু সোমবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, “কেউ কি মনে করেন, চেলসি নিছক মাদ্রিদ ঘুরতে আসার মানসিকতা নিয়ে আসবে? ওরা জানে কাজটা হয়তো কঠিন, কিন্তু পুরো ৯০ মিনিট লড়াই করার শক্তি এবং ইচ্ছা ওদের রয়েছে। টুহল ইচ্ছা করেই এমন একটা মন্তব্য করে আমাদের মনঃসংযোগ বিঘ্নিত করার চেষ্টা করেছেন। তবে আমরা তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।”
প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে করিম বেঞ্জেমার দুর্দান্ত হ্যাটট্রিকেই রিয়ালের শেষ চারে ওঠার রাস্তা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবার ফরাসি স্ট্রাইকারের ভূয়সী প্রশংসা করে আনচেলোত্তি বলেছেন, “আধুনিক ফুটবলে আদর্শ স্ট্রাইকার কেমন হওয়া উচিত, তার দুর্দান্ত উদারহণ বেঞ্জেমা। ও শুধু যে গোল করতে পারে, তাই-ই নয়। সঙ্গে সতীর্থদের গোল করার বলও দারুণ সাজিয়ে দিতে পারে।” যোগ করেন, “বেঞ্জেমার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র থাকায় আমাদের আক্রমণভাগ অনেক বেশি সক্রিয়, বিপজ্জনক।”
কিন্তু তাই বলে চেলসিকে ছেড়ে কথা বলার পক্ষপাতী নন রিয়াল ম্যানেজার। যিনি বলেছেন, “এই ম্যাচও নতুন ভাবে শুরু হবে। তাই যে ভাবে রিয়াল নিজেদের ঘরানার ফুটবল খেলে থাকে, সেটাকেই ধরে রাখতে হবে। চেলসিকে উপেক্ষা করার কোনও জায়গা নেই।” যদিও টুহল তা মনে করছেন না। গত শনিবার সাদাম্পটনের বিরুদ্ধে ৬-০ জয়ের পরেও নির্লিপ্ত চেলসি ম্যানেজার। তিনি বলেছেন, “যে পরিস্থিতিতে দ্বিতীয় পর্বের ম্যাচ শুরু হবে, সেখানে শেষ চারের ছাড়পত্র নিশ্চিত করতে হলে অলৌকিক ফুটবল খেলতে হবে। তা কতটা সম্ভব, সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে আমার দল শেষ চারে ওঠার স্বপ্ন নিয়ে নিজেদের সেরা ফুটবল খেলার চেষ্টা করবে।”
টুহল আরও যোগ করেন, “ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তো সকলের মধ্যে রয়েছে। ফুটবলাররাও ব্যতিক্রমী নয়। তার মধ্যেও ওরা যে ভাবে লড়াই করে চলেছে, সেটা আমাকে অবাক করে দিয়েছে। ওদের কাছে আমি ঋণী।”
মরিয়া বায়ার্ন: বুন্দেশলিগায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা রবার্ট লেয়নডস্কিরা যে আচমকা হোঁচট খেয়ে বসবেন, তা কেউ কল্পনাও করতে পারেননি।
কিন্তু গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে ভিয়ারিয়ালের কাছে ০-১ হারের পরে পাল্টে গিয়েছে বায়ার্ন মিউনিখ দলের অন্দরমহল। সোমবার সাংবাদিক সম্মেলনে বায়ার্ন ম্যানেজার ইউলিয়ান নাগলসম্যান বলেছেন, “এটুকু কথা দিতেই পারি যে, প্রথম পর্বে যে ভুল হয়েছিল, তার পুনরাবৃত্তি হবে না। ঘরের মাঠে বায়ার্ন আর যাই হোক, বাজে ফুটবল খেলবে না।” তিনি আরও বলেছেন, “প্রথম পর্বের ম্যাচে ভুল কোথায় হয়েছিল, সকলেই বুঝতে পেরেছে। মঙ্গলবার বিধ্বংসী বায়ার্নকেই ফের দেখা যাবে।”
আজ চ্যাম্পিয়ন্স লিগে: চেলসি বনাম রিয়াল মাদ্রিদ (রাত ১২.৩০ থেকে। সোনি টেন টু চ্যানেলে)। বায়ার্ন মিউনিখ বনাম ভিয়ারিয়াল (রাত ১২.৩০ থেকে। সোনি টেন ওয়ান চ্যানেলে)।