EPL

EPL 2022: বিপক্ষের ফুটবলারকে বর্ণবিদ্বেষী আক্রমণ, সমর্থককেই নির্বাসিত করল ক্লাব

গত রবিবার টটেনহ্যামের বিরুদ্ধে খেলার সময় এক চেলসি সমর্থক বর্ণবিদ্বেষী অঙ্গভঙ্গি করেন। তাঁকে নির্বাসিত করল চেলসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১৫:৫৯
Share:

—প্রতীকী চিত্র

প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি এবং টটেনহ্যাম। গত রবিবার সেই ম্যাচে চেলসির সমর্থক বর্ণবিদ্বেষী আক্রমণ করেন টটেনহ্যামের সন হিউয়েং-মিনকে। অভিযুক্ত সমর্থকের মাঠে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করল চেলসি। সেই সমর্থকের গোটা মরসুমের টিকিট রয়েছে।

Advertisement

চেলসি বনাম টটেনহ্যামের সেই ম্যাচ ২-২ ড্র হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে কর্নার নিতে গিয়েছিলেন সন। সেই সময় এক সমর্থক দক্ষিণ কোরিয়ার ফুটবলারের উদ্দেশে বর্ণবিদ্বেষী অঙ্গভঙ্গি করেন। নেটমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পরে। তদন্ত শুরু করেছিল চেলসি। শেষ পর্যন্ত ওই সমর্থকের উপর নিষেধাজ্ঞা জারি করল ক্লাব। চেলসির তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘গত রবিবার টটেনহ্যাম ম্যাচে বর্ণবিদ্বেষী ঘটনা ঘটে। অভিযুক্ত সমর্থককে খুঁজে বার করা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করা হল।’

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিডসের বিরুদ্ধে খেলতে নামবে চেলসি। এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে তারা। অষ্টম স্থানে রয়েছে চেলসি। একই পয়েন্ট নিয়ে গোলপার্থক্যের বিচারে এক ধাপ উপরে লিডস। টটেনহ্যামের পরের ম্যাচ ২৮ অগস্ট। সে দিন নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে খেলতে নামবে হ্যারি কেনের দল। লিগে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement