Premier League

সহজ জয়ে ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে প্রিমিয়ার লিগে শীর্ষে লিভারপুল, ৩ গোলে জিতল চেলসিও

প্রিমিয়ার লিগে শনিবার দুই বড় দলই নিজেদের ম্যাচ জিতল। বোর্নমাউথকে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে সহজে হারাল চেলসিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৪
Share:

গোল করার পরে উল্লাস লিভারপুলের ফুটবলারদের। ছবি: রয়টার্স।

আগের ম্যাচে হারের পরে জয়ে ফিরল লিভারপুল। বোর্নমাউথকে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল তারা। শনিবার নিজেদের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে সহজে হারাল চেলসিও।

Advertisement

আগের ম্যাচে হেরে যাওয়ায় বোর্নমাউথের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিভারপুল। প্রথমার্ধেই তিন গোল করে তারা। ২৬ মিনিটে দলের প্রথম গোল করেন লুইস দিয়াজ়। দু’মিনিট পরে আবার গোল করেন তিনি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান ডারউইন নুনেজ়।

প্রথমার্ধেই খেলার ছবি স্পষ্ট করে দিয়েছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধে কিছুটা মন্থর ফুটবল চলে। বোর্নমাউথ তেমন কোনও আক্রমণ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি লিভারপুলও। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে তারা।

Advertisement

প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ১২। সিটিকে টপকে শীর্ষে উঠেছে তারা। সিটির পয়েন্টও ১২। তবে এক ম্যাচ কম খেলে। রবিবার সিটির সামনে আর্সেনাল। যদি সেই ম্যাচ আর্সেনাল জেতে তা হলে লিভারপুলকে টপকে শীর্ষে উঠবে তারা। আর যদি ম্যাঞ্চেস্টার সিটি পয়েন্ট পায় তা হলে আবার এক নম্বরে উঠে আসবে তারা। অর্থাৎ, এক দিনের জন্য শীর্ষে উঠেছে লিভারপুল।

শনিবার অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। তাদের হয়ে জোড়া গোল নিকোসাল জ্যাকসনের। ৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। দ্বিতীয় গোল করেন ১৮ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটের মাথায় চেলসির হয়ে তৃতীয় গোল করেন কোল পামার। আর ফিরতে পারেনি ওয়েস্ট হ্যাম।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় আর্সেনালকে টপকে চতুর্থ স্থানে উঠেছে চেলসি। তাদের পয়েন্ট পাঁচ ম্যাচে ১০। লিভারপুলের পয়েন্ট চার ম্যাচে ১০ পয়েন্ট। রবিবার লিভারপুল জিততে না পারলে চার নম্বরেই থাকবে চেলসি। আর লিভারপুল পয়েন্ট পেলে চার নম্বরে উঠে আসবে তারা। চেলসি নেমে যাবে পঞ্চম স্থানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement