দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়ি। ছবি: সংগৃহীত।
দুর্গাপুর যেতে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতার ক্লাব সাদার্ন সমিতির দুই কর্তা এবং কোচ। বুধবার দুর্গাপুরে কলকাতা লিগে সাদার্নের ম্যাচ রয়েছে পাঠচক্রের বিরুদ্ধে। সেই ম্যাচেই যাচ্ছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য, সাদার্নের সভাপতি সৌরভ পাল এবং সহ-সভাপতি ডাঃ প্রণব মুখোপাধ্যায়। গাড়ি দুর্ঘটনায় তিন জনই কমবেশি আহত হয়েছে। তবে এখন প্রত্যেকেই স্থিতিশীল।
একই গাড়িতে করে তিন জন দুর্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। বুধবার দুপুরের দিকে বর্ধমানের গুড়াপের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, গাড়ির সামনের চাকা ফেটে গিয়ে সেটি প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তার পরে সামনে থাকা একটি গাড়ির তলায় সাদার্ন কর্তাদের গাড়ির কিছুটা অংশ ঢুকে যায়।
গাড়ির সামনের আসনে বসেছিলেন প্রণব। পিছনের আসনে রঞ্জন এবং সৌরভ ছিলেন। স্বাভাবিক প্রণব সবচেয়ে বেশি চোট পান। ঘটনার অভিঘাতে তাঁর মাথা ফেটে যায়। হাতে, বুকেও ভাল মতোন চোট লাগে। তিনি অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে প্রত্যেককে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। প্রণবের মাথায় সেলাই করা হয়েছে। হাতে চোট লেগেছে সৌরভের।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত হাসপাতালে গিয়েছিলেন আহতদের সঙ্গে দেখা করতে। তিনি জানালেন, মাথায় গুরুতর চোট রয়েছে কি না তা জানতে প্রণবের সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে সৌরভ, রঞ্জনকেও। কিন্তু দুর্গাপুরে দলের ম্যাচে কেউই যেতে পারছেন না। প্রত্যেককেই কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে।