Russia Ukraine War

Ukraine-Russia Conflict: ইউক্রেন থেকে তাঁদের ফেরানোর আর্জি ব্রাজিলের ফুটবলারদের

বৃহস্পতিবার থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান শুরু করেন। ইউক্রেনের বিদেশ মন্ত্রী বলেন, এটা যুদ্ধ এবং ইউক্রেন নিজেদের রক্ষা করবে এবং জিতবে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে ইউক্রেনে ‘মার্শাল ল’ জারি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে ইউক্রেনের বিমান ঘাঁটি এবং সামরিক পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। 

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৩
Share:

ইউক্রেনে আটকে রয়েছেন ব্রাজিলের ফুটবলাররা। ছবি: টুইটার থেকে

ইউক্রেনের লিগে ফুটবল খেলতে এসেছিলেন ব্রাজিলের একাধিক ফুটবলার। এই যুদ্ধের পরিস্থিতিতে এ বার দেশে ফিরতে চাইছেন তাঁরা। ইউক্রেনের রাজধানী কিভের একটি হোটেল থেকে ভিডিয়ো বার্তায় সেই আর্জি করেছেন ব্রাজিলের ফুটবলাররা এবং তাঁদের পরিবার।

এক সাংবাদিক টুইটে ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে ফুটবলাররা বলেছেন, “সীমান্ত বন্ধ, ব্যাঙ্ক বন্ধ, তেল নেই, খাবারও প্রায় নেই। টাকা নেই। আমরা ইউক্রেন ছাড়ার পরিকল্পনা করছি।” ডায়নামো কিভ, শাখতারের মতো দলগুলিতে ব্রাজিলের বেশ কিছু ফুটবলার খেলেন। ব্রাজিলের জুনিয়র মোরেয়েজ খেলেন শাখতারে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘সমস্ত বন্ধু এবং পরিজনরা, এখানে পরিস্থিতি গুরুতর। আমরা কিভে একটি হোটেলে আটকে আছি। বার হওয়ার পথ খুঁজছি। আমাদের জন্য প্রার্থনা করো।’

Advertisement

বৃহস্পতিবার থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান শুরু করেন। ইউক্রেনের বিদেশ মন্ত্রী বলেন, এটা যুদ্ধ এবং ইউক্রেন নিজেদের রক্ষা করবে এবং জিতবে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে ইউক্রেনে ‘মার্শাল ল’ জারি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে ইউক্রেনের বিমান ঘাঁটি এবং সামরিক পরিকাঠামো ধ্বংস করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement