Neymar

নদী কেটে বাড়িতেই কৃত্রিম হ্রদ, অবৈধ নির্মাণের জেরে আবার জরিমানা নেমারের

নিজের বিলাসবহুল বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে নেমারের বিরুদ্ধে। তার পরেই ব্রাজিলের ফুটবল তারকাকে জরিমানা করেছে সে দেশের পরিবেশ মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৬:২২
Share:

ব্রাজিলের ফুটবলার নেমার। —ফাইল চিত্র

অবৈধ নির্মাণের জেরে দ্বিতীয় বার জরিমানা করা হয়েছে নেমারকে। এর আগেও এক বার ৮ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে ব্রাজিলের ফুটবল তারকাকে। কিন্তু সেখানেই থেমে থাকেনি ব্রাজিলের পরিবেশ মন্ত্রক। আরও এক বার জরিমানার শাস্তি দেওয়া হয়েছে নেমারকে। তবে এ বার তাঁকে কত টাকা দিতে হবে তা এখনও জানানো হয়নি। বাড়ি তৈরি করতে গিয়ে নেমার পরিবেশের কতটা ক্ষতি করেছেন সেটা খতিয়ে দেখে তার পর জরিমানার অঙ্ক জানানো হবে তাঁকে।

Advertisement

ব্রাজিলের রিয়ো ডি জেনেইরোর বাইরে মাঙ্গারাটিবা নামের একটি জায়গায় ১০ হাজার বর্গমিটার এলাকার উপরে বাড়ি রয়েছে নেমারের। ২০১৬ সালে বাড়িটি কিনেছিলেন তিনি। কিন্তু সেই বাড়িতে পরবর্তীতে অনেক নির্মাণ কাজ হয়েছে। সেটা করতে গিয়েই নেমার পরিবেশের ক্ষতি করেছেন বলে অভিযোগ।

ব্রাজিলের পরিবেশ মন্ত্রক একটি তদন্তকারী দল তৈরি করেছে। তারাই পুরো ঘটনাটা খতিয়ে দেখছে। তদন্তে দেখা গিয়েছে, একটি নদী কেটে কৃত্রিম হ্রদ বানিয়েছেন নেমার। তার জন্য অবৈধ ভাবে খনন করতে হয়েছে। এ ছাড়া বালি ফেলে কৃত্রিম সৈকত তৈরি করেছেন তিনি। এই কাজের ফলে সেখানকার বাস্তুতন্ত্রে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সম্পূর্ণ তদন্ত হওয়ার পরে নেমারকে জরিমানার টাকা জানানো হবে।

Advertisement

নেমারকে অবৈধ নির্মাণ থামানোর নির্দেশ দিয়েছিল পরিবেশ মন্ত্রক। কিন্তু সে কথা তিনি শোনেননি বলে অভিযোগ। পরিবর্তে সেই বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি। তার ফলে আরও কড়া পদক্ষেপ করেছে ব্রাজিলের প্রশাসন। জানা গিয়েছে, জরিমানার টাকা দিতে রাজি নেমার।

কাতারে বিশ্বকাপ খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন নেমার। চলতি বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে আর মাঠে নামেননি তিনি। নেমারের ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে। আপাতত চোট সারাতে ব্যস্ত তিনি। তার মধ্যেই তাঁর প্যারিস সঁ জরমঁ ছাড়ার জল্পনা শোনা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement