India Football Team

India Youth Football: ভারতের যুব ফুটবল দলে বাংলার সুজিত

সুনীল ছেত্রী, লিয়োনেল মেসির ভক্ত সুজিতের বরাবরই স্বপ্ন ছিল ভারতীয় দলে খেলার। অবশেষে তা পূরণ হতে চলেছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ০৮:০৬
Share:

প্রতীকী ছবি।

ভারতের যুব দলে ডাক পেলেন বাংলার সুজিত সিংহ। কেরলে সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে দুর্দান্ত খেলেছিলেন তিনি। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করার আগে সুনীল ছেত্রীরা প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন বাংলা দলের বিরুদ্ধে। সেই ম্যাচেও অসাধারণ গোল করেছিলেন উত্তরবঙ্গেরমালবাজারের সুজিত।

Advertisement

সুনীল ছেত্রী, লিয়োনেল মেসির ভক্ত সুজিতের বরাবরই স্বপ্ন ছিল ভারতীয় দলে খেলার। অবশেষে তা পূরণ হতে চলেছে তাঁর। ইতিমধ্যেই বাংলার এই প্রতিশ্রুতিমান স্ট্রাইকার ভুবনেশ্বরে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন। উচ্ছ্বসিত সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন, ‘‘সুজিত দারুণ প্রতিভাবান। গোলটা খুব ভাল চেনে। সবচেয়ে ইতিবাচক ওর শেখার ইচ্ছে প্রবল।’’ তিনি যোগ করেছেন, সুজিতকে যদি ঠিক মতো গড়ে তোলা যায়, ভবিষ্যতে ভারতীয় ফুটবলের সম্পদ হয়ে উঠতে পারে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement