santosh trophy

Santosh Trophy: ফুটবলারদের মানসিক ভাবে তরতাজা রাখতে সিনেমা দেখাল আইএফএ

দলের সব ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের সিনেমা দেখালেন আইএফএ কর্তারা। দেখানো হল কেজিএফ চ্যাপ্টার টু। মানসিক ভাবে দলকে তরতাজা রাখতে এই উদ্যোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ২১:৩৬
Share:
সিনেমা হলে বাংলা দল।

সিনেমা হলে বাংলা দল। ছবি: আইএফএ

শক্তিশালী পঞ্জাবকে হারিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছিল বাংলা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছে কেরলের কাছে। ফুটবলারদের হতাশা কাটিয়ে মানসিক ভাবে চাঙ্গা রাখতে অভিনব পদক্ষেপ করল আইএফএ।

মঙ্গলবার দলের সব ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের সিনেমা দেখাতে নিয়ে গেলেন আইএফএ কর্তারা। দেখানো হল কেজিএফ চ্যাপ্টার টু। মানসিক ভাবে দলের সকলকে তরতাজা রাখতেই এই উদ্যোগ।

Advertisement
আরও পড়ুন:

সিনেমা দেখে খুশি মনোতোষ চাকলাদার, শুভেন্দু মান্ডি, প্রিয়ন্ত সিংহরা। সন্তোষ ট্রফির ‘এ’ গ্রুপে বাংলার পরের দু’টি ম্যাচ মেঘালয় এবং রাজস্থানের বিরুদ্ধে। প্রতিযোগিতার শেষ চারে যেতে হলে দু’টি ম্যাচেই জিততে হবে বাংলাকে। কারণ, গ্রুপের প্রথম দু’টি দল সেমিফাইনালে যাবে। কেরলের কাছে হারায় বাংলা রয়েছে তৃতীয় স্থানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement