আজ়েরবাইজানকে হারিয়ে বেলজিয়াম ‘এফ’ গ্রুপের শীর্ষস্থানই ধরে রাখল। ছবি: রয়টার্স।
দলের প্রথম সারির দুই তারকা থিবো কুর্তোয়া এবং কেভিন দ্য ব্রুইন নেই চোটের জন্য। কিন্তু সেই অভাব বুঝতেই দিলেন না ডোমেনিকো তেদেস্কোর ফুটবলাররা। ইউরো কাপ যোগ্যতা অর্জন পর্বে ১-০ গোলে আজ়েরবাইজানকে হারিয়ে বেলজিয়াম ‘এফ’ গ্রুপের শীর্ষস্থানই ধরে রাখল।
ইউক্রেনের বিরুদ্ধে হার বাঁচাল ইংল্যান্ড। ২৬ মিনিটে ওলেকজান্দার জ়িনচেঙ্কোর গোলে এগিয়ে গিয়েছিল ইউক্রেন। ৪১ মিনিটে ম্যাচে সমতা ফেরান ইংল্যান্ডের কাইল ওয়াকার। যদিও এই ড্রয়ের পরেও ‘সি’ গ্রুপে শীর্ষেই রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।
শনিবারের অন্য ম্যাচে উত্তর ম্যাসেডোনিয়ার সঙ্গে ১-১ ড্র করল ইটালিও। ৪৭ মিনিটে সিরো ইমমোবিলের গোলে এগিয়ে গিয়েছিল ইটালি। ৮১ মিনিটে সমতা ফেরান উত্তর ম্যাসেডোনিয়ার এনিস বার্দি। এই ড্রয়ের পরে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইটালি ‘সি’ গ্রুপে
তৃতীয় স্থানে।
বেলজিয়ামের হয়ে শনিবার ৩৮ মিনিটে গোল করেন ইয়ানিক কারাসকো। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষে। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করলেও গোলের গড়ে দুইয়ে অস্ট্রিয়া।