Bayern Munich

Bayern Munich: করোনার পরে সমস্যা হৃদযন্ত্রে, বায়ার্ন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে

করোনা থেকে সেরে ওঠার পর বুধবার অনুশীলনে ফেরেন ডেভিস। সুস্থ না হওয়া পর্যন্ত অনুশীলন বন্ধ থাকবে ডেভিসের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৪:২৪
Share:

আলফানসো ডেভিস। ছবি: রয়টার্স

কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন আলফানসো ডেভিস। বায়ার্ন মিউনিখের রক্ষণভাগে খেলা এই ফুটবলারের এ বার হৃদযন্ত্রে সমস্যা দেখা গিয়েছে বলে জানিয়েছেন কোচ জুলিয়ান নাগেলসমান। কানাডার এই ফুটবলার আপাতত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে।

অনুশীলনের পর শারীরিক পরীক্ষা করা হয় ডেভিসের। সেখানেই এই সমস্যা ধরা পড়ে। কোচ নাগেলসমান বলেন, “সমস্যা খুবই সামান্য। এটা নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তবে সারতে কিছুটা সময় লাগবে।” ডেভিসের যে সমস্যা রয়েছে তা মায়োকারডিটিস। বিশেষজ্ঞদের মতে বেশির ভাগ ক্ষেত্রে এতে সাময়িক ভাবে কিছু সমস্যা তৈরি হয়।

Advertisement

করোনা থেকে সেরে ওঠার পর বুধবার অনুশীলনে ফেরেন ডেভিস। সুস্থ না হওয়া পর্যন্ত অনুশীলন বন্ধ থাকবে ডেভিসের। এর ফলে এই মাসের শেষে কানাডার হয়েও খেলতে পারবেন না তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে কানাডার। ১৯৮৬ সালের পর কানাডার সামনে ফের সুযোগ রয়েছে ফুটবল বিশ্বকাপ খেলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement