হারের পর হতাশ বার্সেলোনার রবার্ট লেয়নডস্কি। ছবি: রয়টার্স।
ম্যাচের ১৩ মিনিটেই গোল করেছিলেন রবার্ট লেয়নডস্কি। চলতি মরসুমে বার্সেলোনার হয়ে খুব ভাল ফর্মে রয়েছেন পোল্যান্ডের স্ট্রাইকার। প্রায় প্রতিটি ম্যাচে গোল করছেন। রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধেও করেছিলেন। কিন্তু ভার প্রযুক্তিতে বাতিল হল গোল। তার খেসারত দিতে হল বার্সাকে। মরসুমে দ্বিতীয় ম্যাচ হারল তারা। অন্য দিকে প্রিমিয়ার লিগে আর্সেনাল ও চেলসির খেলা ১-১ গোলে ড্র হয়েছে। ফলে সুবিধা হল লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটির।
সোসিয়েদাদের বিরুদ্ধে লামিন ইয়ামালকে পায়নি বার্সেলোনা। চোটের কারণে খেলতে পারেননি তিনি। ফলে আক্রমণের ঝাঁজ কম ছিল তাদের। তার মধ্যেই গোল করেছিলেন লেয়নডস্কি। রেফারি ভার প্রযুক্তি ব্যবহার করে জানান, লেয়নডস্কি অফসাইডে ছিলেন। খালি চোখে অবশ্য তা মনে হচ্ছিল না। লা লিগায় পুরো ভার প্রযুক্তি ব্যবহার হয় না। সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার হয়। তাতে ভার-এর মতো নিখুঁত ভাবে সবটা বোঝা মুশকিল। অনেকের মতে, যে রিপ্লে দেখা গিয়েছে তাতে রেফারি সোসিয়েদাদের ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ডের গোড়ালিকে লেয়নডস্কির জুতো ভেবেছেন। এই নিয়ে বিতর্কও শুরু হয়েছে।
৩৩ মিনিটের মাথায় গোল করেন সোসিয়েদাদের শেরাল্ডো বেকার। পিছিয়ে পড়ার পর আর গোল করতে পারেনি বার্সা। এই প্রথম বার মরসুমে কোনও ম্যাচে গোল করতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। হারের জন্য নিজেদেরই দায়ী করেছেন বার্সার মিডফিল্ডার পেদ্রি। তিনি বলেন, “ওরা খুব জমাট ফুটবল খেলছিল। এই মরসুমে আমরা প্রতি ম্যাচে গোল করেছি। কিন্তু এই ম্যাচে পারিনি। দিনটা আমাদের খারাপ গিয়েছে। একটা দিন এমন হতেই পারে। কিন্তু নিজেদের দোষেই আমরা হেরেছি। আরও ভাল খেলা উচিত ছিল।”
এই জয়ের পরেও লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের।
প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও চেলসি। দু’দলের কাছেই সুযোগ ছিল লিগের লড়াইয়ে এগিয়ে যাওয়ার। কিন্তু ১-১ গোলে শেষ হল খেলা। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় আর্সেনালকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। যদিও সেই লিড বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। ৭০ মিনিটের মাথায় সমতা ফেরান পরিবর্ত হিসাবে নামা পেদ্রো নেটো। আর্জেন্টিনার ফুটবলার এঞ্জো ফের্নান্দেসের পাস ধরে গোল করেন তিনি।
এই ম্যাচের পর দু’দলই একই জায়গায় দাঁড়িয়ে। ১১ ম্যাচে আর্সেনাল ও চেলসি দু’দলেরই পয়েন্ট ১৯। গোলপার্থক্যে এগিয়ে চেলসি। ১১ রাউন্ডের পর প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল। তাদের পয়েন্ট ২৮। দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি। ২৩ পয়েন্ট তাদের।