IFA

Kanyasree Cup: ২২ মার্চ কন্যাশ্রী কাপের ফাইনাল, কিশোর ভারতী স্টেডিয়াম পরিদর্শনে অরূপ, জয়দীপ

আইএফএ আয়োজিত কন্যাশ্রী কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। ম্যাচ দুপুর সাড়ে চারটে থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ২১:০৬
Share:

স্টেডিয়াম পরিদর্শনে অরূপ, জয়দীপরা। নিজস্ব চিত্র

আইএফএ আয়োজিত কন্যাশ্রী কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। ম্যাচ দুপুর সাড়ে চারটে থেকে। তার আগে সুষ্ঠু ভাবে ম্যাচ আয়োজন করতে কিশোর ভারতী স্টেডিয়ামে পরিদর্শন করা হল বুধবার। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, ক্রীড়া দফতর এবং কন্যাশ্রী কাপের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মকর্তারা।

Advertisement

এ মরসুমে শুরু থেকেই জনপ্রিয় হয়েছে কন্যাশ্রী কাপ। প্রথম থেকেই দেখা যাচ্ছে গোলের বন্যা। সেই প্রতিযোগিতা এ বার শেষের দিকে। বুধবার ছিল প্রথম সেমিফাইনাল। সেখানে এসএসবি স্পোর্টস ৪-১ ব্যবধানে হারায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে।

প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল এসএসবি। সেই গোল শোধ করে দেয় কালীঘাট। কিন্তু দ্বিতীয়ার্ধে এসএসবি অপ্রতিরোধ্য ছিল। একে একে তিন গোল করে তারা। জোড়া গোল করেন মুনেশ কুমারী। একটি করে গোল রঞ্জিতা দেবী এবং অনীবালা দেবীর। কালীঘাটের একমাত্র গোল সোনামণি সোরেনের। অন্য সেমিফাইনালে খেলবে সাদার্ন সমিতি এবং পশ্চিমবঙ্গ পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement