বিশ্বকাপ জেতার পর নিজের আচরণের সমালোচনা করলেন মার্তিনেস নিজেই। ছবি: টুইটার।
ফিফা বিশ্বকাপ জেতার পর কিলিয়ান এমবাপেকে নিয়ে নাচ। যে ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস মনে করেন যে, ওই ভিডিয়ো বাইরে আসা উচিত হয়নি। সাজঘরের কথা ফাঁস হয়ে যাওয়া উচিত নয় বলেই মনে করেন তিনি।
গত বছর ১৮ ডিসেম্বর কাতারে ফুটবল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর সাজঘরে নাচতে নাচতে মার্তিনেস এক মিনিটের নীরবতা পালন করেন এমবাপের জন্য। যা ভাল ভাবে নেননি ফ্রান্সের সমর্থকরা। তাঁদের মতে মার্তিনেসের এমন আচরণ কুরুচিকর। মার্তিনেস যদিও এই ঘটনায় অশোভন কিছু দেখছেন না। তিনি বলেন, “ওটা সাজঘরের ঘটনা। সেটা বাইরে আসা একেবারেই উচিত হয়নি। ২০১৮ সালে ফ্রান্স যখন আমাদের হারিয়েছিল, তখন আমার মনে আছে ওরা মেসিকে নিয়ে গান করেছিল। ব্রাজিলকে যদিও কোনও দল হারায় তারা নেমারকে নিয়ে গান করবে।”
মার্তিনেস জানিয়েছেন যে, তাঁর এমবাপের উপর কোনও রাগ নেই। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, “আমরা এমবাপেকে নিয়ে গান করেছি, মানে যে ওকে আমরা ঘৃণা করি এমনটা নয়। আমি যথেষ্ট সম্মান করি এমবাপেকে। নেমার বা এমবাপেকে নিয়ে গান করা হচ্ছে কারণ ওরা দলের সেরা ফুটবলার। ফাইনাল শেষে আমি এমবাপেকে বলেছিলাম যে, ওর বিরুদ্ধে খেলাটা বেশ উপভোগ্য। প্রায় একাই ম্যাচটা নিয়ে চলে যাচ্ছিল ও। মেসির অবর্তমানে প্রচুর পুরস্কার পাবে ও।”
কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন মার্তিনেস। এমবাপে পেয়েছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ফাইনালে ফ্রান্সের কয়েক জন ফুটবলারের আচরণে মেজাজ হারিয়েছিলেন মার্তিনেস। ঠান্ডা মাথায় খেলা শেষ করলেও পরে নিজেকে সংযত রাখতে পারেননি মেসির প্রিয় দিবু। তাঁর আপত্তি উড়িয়ে বিদ্রুপ করেছিলেন ফ্রান্সের খেলোয়াড়দের। দেশে ফিরে বিজয় মিছিলে এমবাপের ছবি নিয়ে তাঁকে বিদ্রুপ করেছিলেন তিনি।