জি কমলিনী। ছবি: এক্স (টুইটার)।
মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারাল নিকি প্রসাদের দল। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান করে ইংল্যান্ড। জবাবে ১৫ ওভারে ১ উইকেটে ১১৭ ভারতের। ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। কুয়ালালামপুরের ২২ গজে প্রথমে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে পারেননি ইংরেজ ব্যাটারেরা। ওপেনার ডেভিনা পেরিন এবং নরগ্রোভ ছাড়া কেউ ভারতের বোলিং আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। পেরিন করেন ৪০ বলে ৪৫। ৬টি চার এবং ২টি ছয় মারেন তিনি। নরগ্রোভের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩০ রানের ইনিংস। ৩টি চার এবং ১টি ছয় মারেন ইংল্যান্ডের অধিনায়ক। এ ছাড়া দু’অঙ্কের রান করেছেন আমু সুরেনকুমার। তিনি ১৩ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।
ভারতের সফলতম বোলার পারুনিকা সিসোদিয়া ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৩ রান খরচ করে ৩ উইকেট বৈষ্ণবী শর্মার। ২১ রানে ২ উইকেট নিয়েছেন আয়ুষী শুক্লর।
জয়ের জন্য ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। দুই ওপেনার জি কমলিনী এবং গোঙ্গাদি তৃষার জুটিতে ওঠে ৯ ওভারে ৬০ রান। তৃষা ৫টি চারের সাহায্যে ২৯ বলে ৩৫ রান করে আউট হন। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কমলিনী। ৮টি চারের সাহায্যে ৫০ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নামা সনিকা চালকে ১২ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।
আগামী রবিবার প্রতিযোগিতার ফাইনাল। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ মহিলা দল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৮ উইকেটে ১০৫। জবাবে ১৮.১ ওভারে ৫ উইকেটে ১০৬ দক্ষিণ আফ্রিকার।