মঙ্গলবারের ম্যাচে ৯৩ মিনিটের মাথায় একে অপরের দিকে তেড়ে যান দুই দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হাতাহাতিতে জড়িয়ে পড়ল চেলসি এবং লেস্টার সিটির ফুটবলাররা। মঙ্গলবারের ম্যাচে ৯৩ মিনিটের মাথায় একে অপরের দিকে তেড়ে যান দুই দলের ফুটবলাররা। ব্যাপারটা ভাল চোখে দেখেনি ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার অভিযোগ আনা হল ২ ক্লাবের বিরুদ্ধে।
এফএ কাপের ফাইনালে ২ দলের খেলায় জিতে যায় লেস্টার। প্রথম বারের জন্য সেই ট্রফি জিতে নেয় তারা। চেলসি সেই হারের বদলা নেয় ইপিএল-এ। ঘরের মাঠে লেস্টারকে হারিয়ে লিগ টেবিলে প্রথম চারে থাকার আশা জিইয়ে রাখল চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে তারা। ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।
ফুটবল ফেডারেশন-এর তরফে বলা হয়েছে, “৯৩ মিনিটে ঝামেলায় জড়িয়ে পড়ে ২ ক্লাব। কোনও ক্লাবই ম্যাচে তাদের ফুটবলার এবং কর্মকর্তাদের আচরণ ঠিক রাখতে পারেনি।” ২৫ মে-র মধ্যে চেলসি এবং লেস্টারকে উত্তর দিতে হবে।