ক্লান্তি। যে কোনও খেলার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত এই শব্দ। তা সে ক্রিকেট, ফুটবল, টেনিসই হোক বা ব্যাডমিন্টনের মতো ইন্ডোর গেমস। এমন কী দাবার মতো খেলা, যেখানে মাথার কাজটাই প্রধান, সেখানেও মানসিক ভাবে তো বটেই শারীরিক ভাবেও চূড়ান্ত ক্লান্ত হয়ে ওঠেন খেলোয়াড়রা। কিন্তু সব খেলাই কি সমান পরিশ্রমের? অবশ্যই না। খেলার শেষে খেলোয়াড়দের কতটা ক্যালোরি কম হয়, তা মাপার বৈজ্ঞানিক পদ্ধতিও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে ঘাম ঝরানো ১০ খেলা কোনগুলি।
আরও পড়ুন:
বিশ্বকাপ জেতা এই ভারতীয় ক্রিকেটারদের কেউ আজ জাঁদরেল পুলিশ তো কেউ রাজনীতিক