যুযুধান: লাস ভেগাসে দ্বৈরথের আগে মেওয়েদার ও ম্যাকগ্রেগর। ছবি: এএফপি।
বক্সিং কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার বনাম ‘মিক্সড মার্শাল আর্টস’ তারকা কোনর ম্যাকগ্রেগর!
শনিবার লাস ভেগাসে দুই যুধুধান প্রতিপক্ষ। শনিবার রাতে হতে চলা যে ঐতিহাসিক লড়াই কেবল মার্কিন মুলুকই নয় দুলিয়ে দিয়েছে গোটা দুনিয়াকেই! বাণিজ্যিক দুনিয়া ইতিমধ্যেই এই লড়াইকে আখ্যা দিয়েছে ‘মানি ফাইট’ হিসেবে।
কেন?
টিকিট বিক্রি, টিভি সত্ত্ব, স্পনসরশিপ, বেটিং—সব মিলিয়ে শনিবারের এই লড়াই উপার্জন করতে চলেছে ৬০ কোটি ডলারেরও বেশি অর্থ। একজন বক্সার ও একজন মিক্সড মার্শাল আর্টস তারকার লড়াই সে অর্থে ধ্রুপদী না হলেও, রিংয়ে নামার আগেই এই লড়াই মনে করিয়ে দিচ্ছে দু’বছর আগে মেওয়েদার বনাম ম্যানি পাকিয়াও লড়াইকে। যে লড়াই থেকে আয় হয়েছিল ৬২.৩ কোটি মার্কিন ডলার। কোনও কোনও প্রচারমাধ্যম থেকে দেখানো হচ্ছে মেওয়েদার-পাকিয়াও লড়াইয়ের সময় এক মিনিটেরও কম সময়ে টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। যেখানে সবচেয়ে কম দামের টিকিট ছিল চার হাজার মার্কিন ডলারের। সেখানে মেওয়েদার-ম্যাকগ্রেগর লড়াইয়ের টিকিট বিক্রি অনেকটাই স্লথ। টিকিটের মূল্যও অনেক কম দামের।
কখন লড়াই: ভারতীয় সময় রবিবার সকাল ৮-৩০ থেকে। ভারতে একটি মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে।
যদিও পেশাদার এই লড়াইয়ের টিকিট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত প্যাট্রিক রায়ান বলছেন, ‘‘শনিবার লাস ভেগাসের টি-মোবাইল এরিনা ভরে যাবে মেওয়েদার-ম্যাকগ্রেগর লড়াই দেখতে। কুড়ি হাজার আসনের একটাও ফাঁকা থাকবে না। তা ছাড়া এটা খেতাবের জন্য লড়াই নয়। একটা প্রদর্শনী ম্যাচ। আর দু’বছর আগের সেই লড়াই হয়েছিল ষোলো হাজারের কিছু বেশি দর্শকের সামনে। রোজগারের নতুন রেকর্ড হতে পারে।’’ লাস ভেগাসে লড়াইয়ের অন্যতম আয়োজক ডানা হোয়াইটও বলছেন, ‘‘আগের সব লড়াই থেকে যে অর্থ সংগ্রহ হয়েছিল তা ভেঙে দেবে মেওয়েদার-ম্যাকগ্রেগর-এর লড়াই। বিশ্বের ২০০ টি দেশের একশো কোটি বাড়িতে টিভিতে এই লড়াই দেখা যাবে। টিভি সত্ত্ব থেকেই যে অর্থ উঠে আসবে সেটাই আগের সব রেকর্ড ভেঙে দেবে।’’
বক্সিং রিংয়ে এই মুহূর্তে মেওয়েদারের জয়ের পরিসংখ্যান ৪৯-০। সেখানে ২৯ বছরের ম্যাকগ্রেগরের মিক্সড মার্শাল আর্টসে জয়ের পরিসংখ্যান ২১-৩।
গত জুনে টিম হেগ নামে ৩৪ বছরের এক মিক্সড মার্শাল আর্টস শিল্পী বক্সার অ্যাডানম ব্রেইডউডের বিরুদ্ধে লড়তে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সেই নজির তুলে ধরে লাস ভেগাসের এই ঐতিহাসিক লড়াইয়ের আগেই আশঙ্কা ব্যক্ত করেছেন রিং-এ শুশ্রুষার দায়িত্বে থাকা চিকিৎসকরা। এদেরই একজন ল্যারি লাভলেস। তিনি বলছেন, ‘‘জানি না কী ভাবে এই লড়াইয়ের অনুমতি মিলল। ভয় করছে ম্যাকগ্রেগরের জন্য।’’