প্রতীকী ছবি।
বাইশে ডিসেম্বরের স্থগিত হয়ে যাওয়া আই লিগের প্রথম ডার্বির দিন ঠিক করে ফেলল ফেডারেশন। ১৯ জানুয়ারি রবিবার যুবভারতীতে আলেসান্দ্রো মেনেন্দেসের ইস্টবেঙ্গল মুখোমুখি হবে কিবু ভিকুনার মোহনবাগানের। ফেডারেশন সূত্রের খবর, ডার্বির জন্য দুই প্রধানের দুটি ম্যাচের সূচি বদলানো হচ্ছে।
পুলিশ, ক্রীড়ামন্ত্রক, সংগঠক মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলে ডার্বির দিন ঠিক করে ফেললেও সরকারি ভাবে তা ঘোষণা করতে পারেনি ফেডারেশন। কারণ ওই ম্যাচের জন্য নেরোকা বনাম মোহনবাগান (১৭ জানুয়ারি) এবং ইস্টবেঙ্গল বনাম আইজল এফ সি (২১ জানুয়ারি)-- এই দুটি ম্যাচের দিন বদলাতে হবে। যে হেতু আইজল শুক্রবার মিনার্ভার সঙ্গে ম্যাচ ছিল তাই তাদের সঙ্গে কথা বলতে পারেনি ফেডারেশন। আজ শনিবার আইজলের সঙ্গে কথা বলেই ডার্বির দিন ঘোষণা হবে। ফেডারেশনের এক কর্তা বললেন, ‘‘আশা করছি এর মধ্যে বাংলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।’’
১৯ জানুয়ারি ডার্বিতে দু’দলই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে আশা করা যায়। মোহনবাগানের মিডিয়ো জুলেন কালিনাসকে এ দিন চোটের জন্য ছেড়ে দিয়েছে মোহনবাগান। তাঁর জায়গায় জানুয়ারির শুরুতেই পরিবর্ত ফুটবলার আনার কাজ শুরু হয়েছে। তিন জন ফুটবলারের জীবনপঞ্জি খতিয়ে দেখছেন কিবু। এরই মধ্যে সালভা চামোরোর বদলি হিসাবে আসা সেনেগালের নামী স্ট্রাইকার পাপা বাবাকরদিয়াওয়ার চলে আসছেন। বড়দিনের ছুটির পরেই যোগ দেবেন দলের সঙ্গে। ইস্টবেঙ্গলও পাবে বোরখাকে।