ATK Mohunbagan

ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকোকে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান

সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৮:৫১
Share:

জনি কাউকো টুইটার

আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুয়াযী চলতি ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে খেলা ফুটবলার জনি কাউকোকে সই করাল এটিকে মোহনবাগান। আগামী দুই বছরের জন্য সবুজ-মেরুন ক্লাবে খেলবেন এই মিডফিল্ডার। এর আগে গত তিন বছর ধরে ডেনমার্কের এসবার্গ ক্লাবে খেলতেন তিনি। বেশ কিছু গোলও রয়েছে তাঁর। এবারের ইউরো কাপের তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন জনি।

Advertisement

এর আগে ইউরো কাপের মতো এত বড় মাপের প্রতিযোগিতা শেষ করার তিন দিনের মধ্যে কোনও ফুটবলার আইএসএল-এর কোনও ক্লাবে সই করেননি। এ মরসুমের আইএসএল-এ অন্যতম তারকা ফুটবলার খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। এবারের ইউরো কাপে এই পজিশনেই খেলেছেন তিনি। প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার বা বাঁ দিকেও খেলতে পারেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

ফিনল্যান্ডের সিনিয়র দলে শুধু নয়, বয়স ভিত্তিক দলেও খেলেছেন এই মিডফিল্ডার। কিছুদিন বাদেই এএফসি কাপে খেলতে হবে এটিকে মোহনবাগানকে। তার আগে মাঝমাঠের শক্তি বাড়াতে এই ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement