বর্তমান ক্রিকেটার চায় ফিকা

বৃহস্পতিবার আইরিশ বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট মানচিত্রে ক্রিকেটারদের সংগঠনকে অবশ্যই স্বাগত জানাব। কিন্তু নিয়ম অনুযায়ী  ফিকা প্রাক্তন ক্রিকেটারদের সংগঠন। বর্তমান ক্রিকেটারদের সদস্যপদ দেওয়ার নিয়ম নেই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০৩:৫৯
Share:

গত মঙ্গলবারই ভারতীয় বোর্ড স্বীকৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের সংগঠনকে। ফেডারেশন অব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)-র অন্তর্ভুক্ত এই সংগঠনে বর্তমান ক্রিকেটারদেরও দেখতে চান প্রাক্তন ক্রিকেটারেরা। কিন্তু ফিকা-র চেয়ারম্যান টোনি আইরিশ জানিয়ে দিয়েছেন, বর্তমান ক্রিকেটারদের সংগঠনে থাকার নিয়ম নেই। কিন্তু ভারতীয় ক্রিকেট সংগঠনে বর্তমান ক্রিকেটারদের রাখার অনুমতি দিচ্ছে ফিকা।

Advertisement

বৃহস্পতিবার আইরিশ বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট মানচিত্রে ক্রিকেটারদের সংগঠনকে অবশ্যই স্বাগত জানাব। কিন্তু নিয়ম অনুযায়ী ফিকা প্রাক্তন ক্রিকেটারদের সংগঠন। বর্তমান ক্রিকেটারদের সদস্যপদ দেওয়ার নিয়ম নেই।’’ তিনি যোগ করেন, ‘‘যদি বর্তমান ক্রিকেটারদের সদস্যপদ দেওয়ায় ভারতীয় ক্রিকেটারদের সংগঠন স্বাধীন ভাবে কাজ করতে পারে। তা হলে কোনও অসুবিধা নেই।’’ ভারতীয় ক্রিকেটারদের সংগঠনের ডিরেক্টর হিসেবে রয়েছেন কপিল দেব, অজিত আগরকর ও মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। বর্তমান ক্রিকেটারদের সদস্যপদ দেওয়ার জন্য তাঁরা মুখিয়ে। তাই আইরিশ বলছেন, ‘‘ভারতের মতোই যদি অন্য দেশের ক্রিকেট সংগঠন তাদের বর্তমান ক্রিকেটারদের সদস্য করতে চায় তা হলেও অসুবিধা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement