উইম্বলডন ফাইনালে মুখোমুখি রাওনিক-মারে। রজার ফেডেরারকে উইম্বলডন থেকে ছিটকে দিলেন মিলোস রাওনিক। দারুণ ছন্দে ছিলেন। মনে করা হচ্ছিল আবার উইম্বলডন হয়তো উঠতে চলেছে তাঁরই হাতে। কিন্তু দীর্ঘ সেমিফাইনাল শেষে রজার ফেডেরারকে ৩-৬, ৭-৬ শেষে রজার ফেডেরারকে ৩-৬, ৭-৬ (৭/৩), ৬-৪, ৫-৭, ৩-৬ এ হারিয়ে প্রথম উইম্বলডন ফাইনালে জায়গা করে নিলেন ক্যানাডিয়ান রাওনিক। কানাডা থেকে তিনিই প্রথম যে পৌঁছে গেলেন উইম্বলডন ফাইনালে।
পাঁচ সেটের দীর্ঘ লড়াইয়ের শেষে স্বপ্ন ভঙ্গ রজার ফেডেরারের। অন্য দিকে টমাস বার্ডিচকে ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে প্রত্যাশা মতই ফাইনালে পৌঁছে গেলেন অ্যান্ডি মারে। ফেডেরারের হারের দিন মারের জয়ে জৌলুস ফিরে এল উইম্বলডন ফাইনালে।
আরও খবর
উইম্বলডন থেকে ছিটকে গেলেন সানিয়া-হিঙ্গিস