সেরা মুহূর্ত, বলেই কান্না ফেডেরারের

বিশ্বের দু’নম্বর সুইস মহাতারকা পাঁচ সেটে রবিবার ফাইনালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারানোর পরে আবেগে ভেসে যান। ফেডেরার বলেন, ‘‘আমি কতটা খুশি বলে বোঝাতে পারব না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ০৪:২০
Share:

আবেগাপ্লুত: ট্রফি নিয়ে ফেডেরারের কান্না। ছবি: রয়টার্স

ছ’নম্বর অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি জিতে কোর্টেই কেঁদে ফেললেন রজার ফেডেরার।

Advertisement

বিশ্বের দু’নম্বর সুইস মহাতারকা পাঁচ সেটে রবিবার ফাইনালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারানোর পরে আবেগে ভেসে যান। ফেডেরার বলেন, ‘‘আমি কতটা খুশি বলে বোঝাতে পারব না। অবিশ্বাস্য লাগছে। স্বপ্ন সত্যি হল। রূপকথাটা এখনও চলছে। গত বছর ও ভাবে কাটার পরে দুরন্ত লাগছে ফের জিতে।’’

৩৬ বছর বয়সি মহাতারকা এর পরে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। কাঁদতে কাঁদতেই বলেন, ‘‘এ জন্যই তো বাঁচা, এই মুহূর্তগুলো দেখার জন্য।’’

Advertisement

পরে ফেডেরার কেন কোর্টে কেঁদে ফেলার কারণও বলেন। ‘‘এই জয়টা আমায় ২০০৬-এ চ্যাম্পিয়ন হওয়ার পুরনো স্মৃতিটা ফিরিয়ে এনেছিল। ফাইনালে যে বার আমি মার্কোস বাগদাতিসকে হারাই। ফাইনালে আমিই বিরাট ফেভারিট ছিলাম। শেষ পর্যন্ত সে বার আমি ট্রফিটা জিতে প্রচণ্ড স্বস্তি পাই। ঠিক সে রকমই আজ মনে হচ্ছিল। সে জনই কথা আটকে যাচ্ছিল তখন।’’

ফেডেরার শুধু ফের ট্রফি জেতাই নয়, একই সঙ্গে মেলবোর্ন পার্কে নিজের দুরন্ত রেকর্ডটা আরও উন্নত করে ফেললেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর হার-জিতের পরিসংখ্যান দাঁড়াল ৯৪-১৩। সব মিলিয়ে গ্র্যান্ড স্ল্যামে এই পরিসংখ্যান ৩৩২-৫২।

আরও পড়ুন: ট্রফি জিতে কোর্টে কান্না ওজনিয়াকির

তবে অস্ট্রেলিয়ান ওপেনে জেতার পরেও ফেডেরার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরেই থাকছেন। চিলিচ অবশ্য কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং তিন নম্বরে উঠে আসছেন। যিনি রানার্স ট্রফি নিয়ে বলেন, ‘‘ফাইনালে আসার সফরটা দুরন্ত ছিল। আমার জীবনের অন্যতম সেরা সময় বলা যায়। একটা কথা বলচে চাই, রজার পাঁচ নম্বর সেটটা অসাধারণ খেলেছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি আমার টিমকে ধন্যবাদ দেব। তোমরা প্রচণ্ড পরিশ্রম করেছ। আশা করি ভবিষ্যতে এই ট্রফিটা এক দিন ঠিক জিতব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement