পুণে বনাম চেন্নাই ম্যাচের একটি দৃশ্য। ছবি: ফেসবুক।
প্রথমার্ধে এগিয়ে গিয়েও তিন পয়েন্ট পাওয়া হল না চেন্নাইয়ান এফসি-র। উল্টোদিকে ম্যাচের শেষ দিকে সমতা ফিরিয়ে হার বাঁচাল আন্তোনিও লোপেজ হাবাসের পুণে। রবিবার ঘরের মাঠ বালেওয়াড়িতে ১-১ শেষ হল পুণে-চেন্নাই লড়াই। ম্যাচের ২৮ মিনিটে গোল করে চেন্নাইকে এগিয়ে দিয়েছিলেন জেজে। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রবল ভাবেই ম্যাচে ফেরে হাবাসের পুণে। তাঁদের আক্রমণাত্মক ফুটবলে এই সময় কোণঠাসা হয়ে গিয়েছিল চেন্নাই। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল হয়নি। শেষ পর্যন্ত ৮০ মিনিটে গুস্তাভোকে তুলে আনিবল রদ্রিগেজকে নামিয়েছিলেন পুণে কোচ। আর সুপার সাব হিসেবে নেমেই ফ্রিকিক থেকে গোল করে দলের হার বাঁচান আনিবল। এ দিন ড্রয়ের ফলে পাঁচ ম্যাচের পর ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিনে রইল চেন্নাই। অন্য দিকে, পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ছ’নম্বরে উঠে এল পুণে।