Pune city fc vs Fc Goa

জয়ে ফিরল এফসি গোয়া

শেষ পর্যন্ত জয়ে ফিরল জিকোর দল। সাত ম্যাচে মাত্র একটি জয় নিয়ে রীতিমতো সমস্যায় ছিল এফসি গোয়া। পাঁচটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল। সে হোম ম্যাচ হোক বা অ্যাওয়ে ম্যাচ। শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচেই জয়ে ফিরল বিরাট কোহালির দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ২৩:০৯
Share:

রাফায়েলের সেই ফ্রিকিক। ছবি: সংগৃহিত।

পুণে ০

Advertisement

গোয়া ১ (রাফায়েল)

শেষ পর্যন্ত জয়ে ফিরল জিকোর দল। সাত ম্যাচে মাত্র একটি জয় নিয়ে রীতিমতো সমস্যায় ছিল এফসি গোয়া। পাঁচটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল। সে হোম ম্যাচ হোক বা অ্যাওয়ে ম্যাচ। শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচেই জয়ে ফিরল বিরাট কোহালির দল। বৃহস্পতিবার পুণের শিবাজি ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে পুণেকে ০-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এল। ছয় পয়েন্ট নিয়ে আটে নেমে গেল পুণে সিটি এফসি।

Advertisement

শুরু থেকেই গোলের জন্য ছটফট করছিল গোয়া। লক্ষ্য ছিল শুরুতেই গোল করে হোম টিমকে চাপে ফেলে দিতে। তাতে সফল জিকোর দল। ম্যাচের যখন সহে আধঘণ্টা হয়েছে তখন বক্সের বাইরে ফ্রি কিক আদায় করে নেন জোফ্রে। অগাস্টিন ফার্নান্ডেজ জোফ্রেকে ফাউল করলে ফ্রি কিক পেয়ে যায় গোয়া। সেখান থেকেই রাফায়েলের অসাধারণ ফ্রি কিক পুণে ওয়ালের উপর দিয়ে বাঁক খেয়ে চলে যায় গোলে। এর পরই রক্ষণে মন দেয় জিকোর দল। সেই রক্ষণ ভেঙে গোলের মুখ খুলতে ব্যর্থ হোম টিম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোলের সুযোগ চলে এসেছিল গোয়ার সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ জোফ্রে। রক্ষণ শক্ত করতে ৬৩ মিনিটেই জিকো স্ট্রাইকার রবিন সিংহকে তুলে নামিয়ে দেন ডিফেন্ডার রাজু গায়কোয়াড়কে। ম্যাচের শেষটা প্রায় পুরো দলই নেমে এসেছিল রক্ষণে। যার ফলে গোলের সামনেও পৌঁছতে পারেননি হাবাসের ছেলেরা।

আরও খবর

কোটি টাকা বাকি, না দিলে মাঠ পাবে না কোহালির টিম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement