সেই মেসিই কাঁটা গ্রিজ়ম্যানদের

যদি আর্নেস্তো ভালভার্দের দল হারে, তা হলে সপ্তাহ শেষে তাঁরা চলে যাবেন চার নম্বরে। আর যদি বার্সেলোনা হেরে যায়, তা হলে লা লিগার খেতাব যুদ্ধে ফের ভেসে উঠবে রিয়াল মাদ্রিদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০৩:২৬
Share:

গ্রিজ়ম্যানদের জয়ের পথে প্রধান কাঁটা মেসিই।

হাড্ডাহাড্ডি লড়াই এ বার লা লিগায়। গত চোদ্দো বছরে লা লিগার খেতাব যুদ্ধ সীমাবদ্ধ ছিল তিন দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো দে মাদ্রিদের মধ্যে। কিন্তু এ বার ১২তম রাউন্ডের পরে ২০ থেকে ২৪—এই চার পয়েন্টের মধ্যেই রয়েছে প্রথম ছয় দল।

Advertisement

যার মধ্যে আছে বার্সেলোনা (২৪), সেভিয়া (২৩), আতলেতিকো দে মাদ্রিদ (২৩), আলাভেজ (২৩), এস্প্যানিয়ল (২০) ও রিয়াল মাদ্রিদ (২০)। শনিবার রাতে আতলেতিকো দে মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচে যে দল জিতবে তারাই চলে যাবে লিগ শীর্ষে। যদি আর্নেস্তো ভালভার্দের দল হারে, তা হলে সপ্তাহ শেষে তাঁরা চলে যাবেন চার নম্বরে। আর যদি বার্সেলোনা হেরে যায়, তা হলে লা লিগার খেতাব যুদ্ধে ফের ভেসে উঠবে রিয়াল মাদ্রিদ। তবে তার আগে শনিবার এইবার-কে হারাতে হবে রিয়ালকে। এ রকম পরিস্থিতিতে দুই দলের দুই তারকা লিয়োনেল মেসি ও আঁতোয়া গ্রিজম্যান তাল ঠুকছেন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার।

অন্য দিকে, লা লিগার শেষ ম্যাচে ঘরের মাঠে লিয়ো মেসির জোড়া গোল সত্ত্বেও রিয়াল বেতিসের কাছে হেরে গিয়েছিল বার্সা। শিবিরের খবর অনুযায়ী, হাঁটুর চোট সারিয়ে এই ম্যাচে ফিরতে চলেছেন সেন্ট্রাল ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই ইভান রাকিতিচ। চলতি মরসুমে লা লিগায় ন’টি গোল করেছেন বার্সা অধিনায়ক মেসি। করিয়েছেন পাঁচটি গোল। সেই পরিসংখ্যান মাথায় রেখে আতলেতিকো দে মাদ্রিদের ফরোয়ার্ড ভিতোলো বলছেন, ‘‘আসল সমস্যা তো সেই মেসি। দর্শকরা মজা পেতে যাঁর খেলা দেখতে ছুটে আসেন। যে কোনও মুহূর্তে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে লিয়ো। তাই আমাদের রক্ষণকে সতর্ক থাকতে হবে।’’ যে প্রসঙ্গে আতলেতিকো দে মাদ্রিদ রাইট ব্যাক হুয়ান ফ্রান বলছেন, ‘‘মেসি আর জর্ডি আলবার জুটি বিপজ্জনক। ওটা আটকাতে হবে। আর গোলের সুযোগ পেলে দিয়েগো কোস্তা, গ্রিজম্যানদের তা নষ্ট করা চলবে না।’’

Advertisement

শনিবার লা লিগায়: এইবার বনাম রিয়াল মাদ্রিদ (বিকেল ৫-৩০), আতলেতিকো দে মাদ্রিদ বনাম বার্সেলোনা (রাত ১-১৫, সোনি টেন টু, সোনি টেন টু এইচ ডি চ্যানেলে)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement