ভক্তরা আমার থেকে তিনশো রান চান, বলছেন রোহিত

মেয়ে সামাইরার সঙ্গে রোহিতের ছবি পোস্ট করে সচিন টুইট করেছেন, ‘‘তোমার জীবনে সামাইরা আসার পরে এই জন্মদিনটা অবশ্যই বিশেষ ভাবা স্মরণীয় থাকবে বলে আশা করি। খুব ভাল থাকো।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০৫:০২
Share:

উৎসব: ভক্তদের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন রোহিত। টুইটার

মঙ্গলবার ৩২ বছরে পা রাখলেন বিশ্বক্রিকেটে ‘হিটম্যান’ নামে পরিচিত রোহিত শর্মা।

Advertisement

চলতি আইপিএলে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের টিকিট অনেকটা নিশ্চিত করে ফেলেছে। ফুরফুরে মেজাজে থাকা ভারতীয় দলের ওপেনার মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের সঙ্গে একটি অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন পালন করেন। টুইটারেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান প্রজন্মের ক্রিকেটারেরা। যে তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র সহবাগ, চেতেশ্বর পূজারা থেকে শিখর ধওয়নের মতো তারকারা।

মেয়ে সামাইরার সঙ্গে রোহিতের ছবি পোস্ট করে সচিন টুইট করেছেন, ‘‘তোমার জীবনে সামাইরা আসার পরে এই জন্মদিনটা অবশ্যই বিশেষ ভাবা স্মরণীয় থাকবে বলে আশা করি। খুব ভাল থাকো।’’ টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগও। নিজস্ব ভঙ্গিতেই তিনি টুইট করেছেন, ‘‘হিট থা। হিট রহেগা। দেশ হিট মে।’’ চেতেশ্বর পূজারার টুইট, ‘‘হিটাম্যানকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করি এই বছরে তোমার ব্যাট থেকে আমরা অনেক, অনেক রান দেখতে পাব।’’ এ বারের বিশ্বকাপ দলে তাঁর সতীর্থ কেদার যাদবের টুইট, ‘‘২৬৪...২০৯... ২০৮। নিছক কোনও সংখ্যা নয়। এগুলো হিটম্যানের কীর্তি। আগামী দিনে আরও ডাবল সেঞ্চুরি দেখতে চাই। বছরটা সুন্দর কাটুক।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ভারতীয় দলে তাঁর ওপেনিংয়ের সঙ্গী শিখর ধওয়নের টুইট, ‘‘মাঠে এবং মাঠের বাইরে আমাদের জুটি অবিচ্ছেদ্য। শুভ জন্মদিন। সামনের দিকগুলো আরও সুন্দর কাটুক তোমার।’’ হরভজন সিংহের টুইট, ‘‘শুভ জন্মদিন। তোমার জীবন সাফল্যে পরিপূর্ণ হয়ে উঠুক।’’ সুরেশ রায়না টুইট করেছেন, ‘‘ওর মতো মিষ্টি, শান্ত স্বভাবের বন্ধু পাওয়া খুব আনন্দের। জন্মদিন খুব ভাল কাটুক। আগামী দিনগুলো সাফল্যে ভরে উঠুক।’’

যাঁকে নিয়ে এই উন্মাদনার জোয়ার, সেই রোহিত ৩২ তম জন্মদিনে আইসিসির টুইটারে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর থেকে ভক্তেরা তো এখন ওয়ান ডে ম্যাচে ৩০০ রান আশা করেন। রোহিত বলেছেন, ‘‘ভক্তদের প্রত্যাশার কোনও মাত্রা থাকে না। আপনি যদি ডাবল সেঞ্চুরি করেন, তা হলে তাঁরা চাইবেন তিনশো রান। যেটা এখন সমর্থকেরা আমার থেকে আশা করেন।’’ রোহিত আরও বলেছেন, ‘‘ওয়ান ডে’তে তিনটে ডাবল সেঞ্চুরি রয়েছে আমার। সচরাচর ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি খুব একটা হয় না। আমার সেটা রয়েছে বলে তৃপ্তিবোধ হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement