ফাইল চিত্র।
গত বছরের অক্টোবরে ভারতের মাটিতেই টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। আবারও সেই ভারত সফরেই ওয়ান ডে ক্রিকেটেও খুব সম্ভবত অভিষেক হতে চলেছে জর্জ লিন্ডের। বাঁ-হাতি এই স্পিনারকে দলে রেখেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। ফেরানো হয়েছে প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকেও। যিনি গত বছর বিশ্বকাপের পরে দেশের হয়ে কোনও ওয়ান ডে ম্যাচেই খেলেননি। ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে বলেই তাঁকে আবার ফেরানো হয়েছে।
সোমবার কুইন্টন ডি’ককের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। চোটের কারণে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন দলের এক নম্বর ফাস্ট বোলার কাগিসো রাবাডা। বোর্ড জানিয়েছে, এই মুহূর্তে যাঁরা ভাল খেলছেন, তাঁদেরকেই দলে নেওয়া হয়েছে। ডুপ্লেসির মতো ফান ডার ডুঁসোও কিছু দিন দলের বাইরে ছিলেন। তাঁকেও ফেরানো হয়েছে। পাশাপাশি গত শনিবার পার্লে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে ৬৪ বলে ৪৮ রান করে নির্বাচকদের নজর কাড়া কাইল ভেরেনকে দলে রাখা হয়েছে। ফিরেছেন কেশব মহারাজ। তবে রাখা হয়নি তাবরিজ সামসিকে। তাঁর স্ত্রী
খাজিদা সন্তানসম্ভবা। সোমবার দল ঘোষণার পরে বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘‘পরের প্রজন্মের ক্রিকেটারদের দেখে নিতেই এমন দল তৈরি করা হয়েছে। ২০২৩ সালে ভারতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে সেখানকার কঠিন উইকেটে নতুন ক্রিকেটারেরা কতটা নিজেদের মানিয়ে নিতে পারছেন, তা-ও দেখে নেওয়া হবে।’’
ঘোষিত দল: কুইন্টন ডি’কক (অধিনায়ক), তেম্বা বাভুমা, র্যাসি ফান ডার ডুঁসো, ফ্যাফ ডুপ্লেসি, কাইল ভেরেন, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন-স্মুটস, আন্দিলে ফেহলুকওয়ো, লুনগি এনগিডি, লুথো সিপামলা, বিউরান হেনড্রিক্স, অনরিখ নর্ৎজে, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।