ফ্যাফ ডুপ্লেসি। —ফাইল চিত্র
বিরাট কোহালির নেতৃত্বের ভঙ্গির সঙ্গে পাকিস্তানের সরফরাজ় আহমেদের মিল খুঁজে পেলেন ফ্যাফ ডুপ্লেসি। শনিবার পাকিস্তানের ক্রিকেট ওয়েবসাইটকে তিনি জানিয়েছেন, ভারত অধিনায়ক কোহালির মতোই আগ্রাসী মেজাজে নেতৃত্ব দেন সরফরাজ়। তবে মহেন্দ্র সিংহ ধোনি এই দু’জনের চেয়ে অনেকটাই আলাদা।
ধোনির নেতৃত্বে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডুপ্লেসি। মরসুমের মাঝপথে করোনার হানায় আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে যেতে হয় তাঁকেও। ডুপ্লেসি আপাতত সংযুক্ত আরব আমিরশাহি উড়ে গিয়েছেন পাকিস্তান সুপার লিগে খেলার জন্য। সেখানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের সদস্য তিনি। খেলবেন সরফরাজ়ের নেতৃত্বেই। কোয়েটার অধিনায়ক হলেও সরফরাজ় দেশের নেতৃত্ব হারিয়েছেন। ধোনি, কোহালি ও সরফরাজ়ের নেতৃত্বের মধ্যে কতটা পার্থক্য দেখতে পান ডুপ্লেসি? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের জবাব, ‘‘তিন জনে আলাদা ধরনের অধিনায়ক। ধোনি অনেক শান্ত। আগে থেকে খুব একটা পরিকল্পনা সাজিয়ে মাঠে নামে না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়।’’ যোগ করেন, ‘‘সরফরাজ় ঠিক ধোনির বিপরীত। অনেকটা বিরাটের মতো। সব সময় সতীর্থদের সঙ্গে কথা বলে। বোলারদের পাশে গিয়ে পরামর্শ দেয়। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, ও দলের নেতা।’’
ডুপ্লেসি কারও সমালোচনা করতে চান না। বরং বোঝানোর চেষ্টা করছেন, নেতৃত্ব দেওয়ার ধরনটা সবার সমান হয় না। বলেছেন, ‘‘এই সব ক্ষেত্রে ঠিক অথবা ভুল বিচার করা যায় না। যে যার মতো করে নেতৃত্বে দেয়।’’
আইপিএল ও পিএসএলের মধ্যে তফাত নিয়ে ডুপ্লেসি বলেন, ‘‘পাকিস্তানের বিভিন্ন প্রান্তে অসাধারণ সব জোরে বোলার তৈরি হয়। তারাই পিএসএলের আকর্ষণ। আইপিএলে অসাধারণ সব স্পিনার উঠে আসে।’’