MS Dhoni

বোলার ধোনিকে দেখে মজার মন্তব্য করলেন ফ্যাফ দু’প্লেসি ও এবি ডিভিলিয়ার্স

ভিডিয়োতে দেখা যায় ধোনি যখন বল করতে যান তখন ‘আলো কম’ বলে অভিযোগ করেন ব্যাটসম্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ০০:১৪
Share:

ফাইল চিত্র।

বল করলেন, উইকেটও পেলেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল শুরু হওয়ার আগে এক বিজ্ঞাপনের ভিডিয়োতে রাস্তায় বল করতে দেখা যায় চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। সেই ভিডিয়ো দেখে মন্তব্য করলেন ধোনির সতীর্থ ফ্যাফ দু’প্লেসি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবি ডিভিলিয়ার্স।

Advertisement

ভিডিয়োতে দেখা যায় ধোনি যখন বল করতে যান তখন ‘আলো কম’ বলে অভিযোগ করেন ব্যাটসম্যান। এরপর বাইকের আলো জ্বালানো হয়। ধোনি সেই বাইকের আলো ব্যাটসম্যানের মুখে ফেলে তাঁকে বোল্ড করেন। নেট মাধ্যমে দু’প্লেসি লেখেন, ‘কবে তুমি তোমার বাইকে আমায় নিয়ে যাবে? তুমি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলে। আমরা এখন একই দলের সদস্য’।

মজার এই ভিডিয়ো দেখে মন্তব্য করেছেন ডিভিলিয়ার্সও। তিনি লেখেন, ‘তুমি উইকেটরক্ষা করার চেয়ে বল কর। নতুন দায়িত্ব নিতে দেখতে চাই’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement