কামরান আকমল। —ফাইল চিত্র
পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে নেটমাধ্যমে ট্রোলড হলেন কামরান আকমল। টুইটে ইংরাজিতে স্বাধীনতা দিবস লিখতে গিয়ে পাকিস্তানের উইকেটরক্ষক লেখেন, ‘হ্যাপি ইন্ডিপেন্স ডে।’ আর তাতেই নেটাগরিকরা ট্রোল করেন তাঁকে।
মজা করে এক নেটাগরিক লেখেন, ‘আপনাকে শ্রদ্ধা জানাই। আপনিই এক মাত্র ব্যক্তি, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বদলা নিচ্ছেন তাদের ভাষা দিয়েই।’ ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেই দিন দেশের মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়েই গণ্ডগোল করে ফেললেন কামরান।
এই ঘটনায় অনেকে টেনে এনেছেন উমর আকমালকে। এক নেটাগরিক লেখেন, ‘উমর আকমলের থেকেই পেয়েছে এমন শিক্ষা। বাড়িতে অভিধান রাখা উচিত।’ উমর একবার লিখেছিলেন, ‘মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার।’ এমন ভুলের উল্লেখ করেই দুই আকমল ভাইকে জুড়ে দিয়েছেন নেটাগরিকরা।