গনেশ ছেত্রী। -নিজস্ব চিত্র।
অকালে চলে গেলেন গনেশ ছেত্রী। খেলেছেন জুনিয়র জাতীয় দলের হয়ে। বাংলার হয়েও খেলেছেন সাফল্যের সঙ্গে। এর পর খেলার জন্যেই পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি পাওয়া। কাজ করতেন ট্র্যাফিক পুলিশে। বয়স হয়েছিল ৪০। খেলেছেন পুলিশ দলের হয়েও।
সোমবার সকালে বেলঘরিয়ায় ট্র্যাফিক সামলাচ্ছিলেন গনেশ। তখনই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে গনেশকে। সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রাক্তন এই হকি প্লেয়ার। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গনেশের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। হতাশ বেঙ্গল হকি অ্যাসোসিয়শন। তাঁর পরিবারের পাশে রয়েছে বাংলার হকি।
বহুদিন ধরেই রয়েছেন এই বাংলায়। থাকতেন লিলুয়ায়। যদিও গনেশের পূর্বপুরুষরা নেপালের।
আরও খবর
বিশ্বকাপ খেলা অলরাউন্ডার এখন মাঠে গরু চরান!