অলিম্পিক্স ট্র্যাক ইভেন্টের প্রথম দিনই বিশ্বরেকর্ড। ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড সময় করে দশ হাজার মিটারের বিশ্বরেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা। এর আগে রেকর্ড ছিল চিনের ওয়্যাং জাঙ্কসিয়ার দখলে। ১৯৯৩ সালে দশ হাজার মিটারে ২৯ মিনিট ৩১.৭৮ সেকেন্ড সময় করে। ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ইথিওপিয়ারই তিরুনেশ দিবাবা। যিনি গত বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন। রুপো জেতেন কিনিয়ার ভিভিয়ান চেরুইওত। যিনি এই বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন।