দুরন্ত: ব্রাইটনের বিরুদ্ধে জোড়া গোলের উৎসব সালাহর। রয়টার্স
লিগ মুঠোয়। তিন দশক পরে চ্যাম্পিয়ন লিভারপুল এখন ম্যাঞ্চেস্টার সিটির ইপিএলে সে-ই ১০০ পয়েন্টের নজির ভাঙার লক্ষ্যে দৌড়চ্ছে! বুধবার ব্রাইটনকে য়ুর্গেন ক্লপের ফুটবলারেরা ৩-১ উড়িয়ে দিলেন। অসংখ্য সুযোগ নষ্ট না হলে, স্কোরলাইন ৬-১ বা ৭-১ হতেই পারত। মহম্মদ সালাহর জোড়া গোলের সৌজন্যে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৯২। হাতে আরও চার ম্যাচ। সম্ভাব্য ১২ পয়েন্ট অর্জন করে পয়েন্টের সেঞ্চুরি করা যায় কি না, সেটাই দেখার।
ক্লপ যদিও বলে রাখছেন, ‘‘রেকর্ড ভাঙবই, এমন নিশ্চয়তা দেওয়া যায় না। আমার তো কখনওই মনে হচ্ছে না, বাকি ১২ পয়েন্টই পাব! বার্নলির সঙ্গে খেলতে হবে। ম্যাচ ড্র করতে ওদের জুড়ি নেই! তার পরেই আর্সেনাল ম্যাচ। তিন নম্বর ম্যাচে ছন্দে থাকা চেলসিকে হারানো বেশ কঠিন। বাকি থাকছে নিউক্যাসল। সেরা দলের বিরুদ্ধে সবাই ভাল খেলতে চায়। তাই কখনওই বলছি না, রেকর্ড ভাঙবেই।’’ইপিএলে তৃতীয় বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে মিশরের সালাহের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে লেস্টার সিটির জেমি ভার্ডির। বুধবারের পরে সালাহর মোট গোল ১৯। ভার্ডির এখনও পর্যন্ত ২২ গোল। ক্লপ বলছেন সালাহ পারবেন। লিভারপুলে সালাহের গোলের রেকর্ড অসাধারণ। ইপিএলেই ১০৪ ম্যাচে ৭৩ গোল। লিভারপুলের হয়ে সব টুর্নামেন্ট ধরলে ৯৪ গোল। অন্য দিকে, সাউদাম্পটন ম্যাচে ০-১ হারের ব্যর্থতা কাটিয়ে ফের স্বমহিমায় ম্যাঞ্চেস্টার সিটি। নিউক্যাসলের বিরুদ্ধে ৫-০ জেতে তারা। গোল করেন গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ়, দাভিদ সিলভা ও রাহিম স্টার্লিং। অন্য গোলটি নিউক্যাসলের আত্মঘাতী। বৃহস্পতিবার বোর্নমুথ ও টটেনহ্যামের মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।