লিগ টেবিলের শীর্ষে রয়েছে ক্লপের দল লিভারপুল। ছবি রয়টার্স
ইংল্যান্ডে করোনা-প্রকোপ বেড়ে চলায় অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধের সপক্ষে মুখ খুলেছেন। কিন্তু এমন কোনও সিদ্ধান্ত হলে তিনি তার তীব্র বিরোধিতা করবেন। জানিয়ে দিলেন লিভারপুলের কোচ য়ুর্গেন ক্লপ।
সপ্তাহের শুরুতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কোচ স্যাম অ্যালারডাইস বলেছিলেন, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে আয়োজকদের উচিত কিছুদিন খেলা বন্ধ রাখা।
ক্লপের মতে, এই কঠিন পরিস্থিতিতে মানুষকে যদি কোনও জিনিস আনন্দ দিতে পারে তাহলে সেটা ফুটবলই। তাঁর কথায়, “চিন্তা রয়েছে। কিন্তু ফুটবলাররা যাতে নিরাপদে থাকে তার সবরকম চেষ্টা আমরা করছি। আমার মতে, প্রতিযোগিতা চালিয়ে যাওয়া উচিত।”
আরও খবর: নতুন বছরের প্রথম দিনেই জিতে ইপিএল শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
আরও খবর: ম্যাচ বাতিল চূড়ান্ত অপেশাদারের মতো কাজ, ক্ষুব্ধ মোরিনহো
ক্লপের সংযোজন, “মানুষ ফুটবল খেলা দেখতে ভালবাসে। আমরা এখন মানুষের কাছে যেতে পারছি না। ওরাও আমাদের দেখতে পারছে না সামনে থেকে। তাই আমার মনে হয় খেলাটা চালিয়ে যাওয়া উচিত। তবে আমি বিশেষজ্ঞ নই। যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা মেনে নেব।”