ব্রডকে ছক্কা হাঁকানোর সেই মুহূর্ত। ছবি: এএফপি।
আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না যুবরাজ সিংহ। আজ, সোমবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন পঞ্জাবতনয়। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর অবসর পরবর্তী জীবনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসে শুভেচ্ছাবার্তা। কে নেই সেই তালিকায়?
সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, ভারত অধিনায়ক বিরাট কোহালি, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ পঞ্জাবতনয়ের জন্য টুইট করেন। পিছিয়ে নেই ইংল্যান্ড তারকা স্টুয়ার্ট ব্রডও। ইনস্টাগ্রামে ব্রড একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, ব্রড ও যুবিকে। ছবির নীচে ইংল্যান্ডের তারকা বোলার লেখেন, ‘‘এনজয় রিটায়ারমেন্ট লিজেন্ড।’’
যুবির নাম উচ্চারিত হলে এক নিঃশ্বাসে উঠবে ব্রডের নামও। ক্রিকেটপ্রেমীদের চোখে ভেসে উঠবে ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচ। ডারবানে ব্রডের এক ওভারে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। তার আগে অবশ্য অ্যান্ড্রু ফ্লিনটফ তাতিয়ে দিয়েছিলেন যুবিকে। ১৯ তম ওভারে ব্রডকে বারবার গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি। মাত্র ১২ বলে ৫০ রান করেছিলেন যুবি।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের যুবরাজ
আরও পড়ুন: স্টিভ-ওয়ার্নারকে রুখতে ভারতের বিশেষ পরিকল্পনার কথা ফাঁস করলেন ভুবি
এখনও পর্যন্ত এটাই টি টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম অর্ধশতরান। যুবি-ঝড়ের সামনে অসহায় দেখায় ব্রডকে। ম্যাচের রাশ ভারত নিয়ে নেয়। ভারত করেছিল চার উইকেটে ২১৮। জবাব দিতে নেমে ইংল্যান্ড থমকে যায় ২০০ রানে।
২০০৭ বিশ্বকাপের পরে কেটে গিয়েছে দীর্ঘ বারো বছর। সে দিনের দুঃসহ রাত এখনও ভোলেননি ব্রড। সোমবার অবশ্য একবুক আবেগ নিয়ে যুবিকে ‘কিংবদন্তি’ বললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ম্যাচের পরের সৌজন্য বিনিময়ের ছবি।
Enjoy retirement Legend @yuvisofficial 🙌🏻 🏏
A post shared by Stuart Broad (@stuartbroad8) on