উৎসবের মাঝে অন্ধকার। গ্রেফতার করে থানায় আনা হয়েছে এলানোকে। রবিবার রাতে মারগাওয়ে। ছবি: পিটিআই
উৎসবের মাঝে বিতর্ক। আতসবাজির রোশনাইয়ের মধ্যে অন্ধকার। যার জেরে আইএসএল-টু চ্যাম্পিয়নের তাজের সঙ্গে বিতর্কের কাঁটার মুকুটও পরতে হল চেন্নাইয়ান এফসিকে। যে বিতর্কের নাম এলানো ব্লুমার।
চেন্নাইয়ের ম্যাচে বিপক্ষ টিমের সঙ্গে ঝামেলা এ মরসুমে আগেও হয়েছে। তবে গত কাল নাটকীয় ম্যাচের পর এফসি গোয়ার অন্যতম মালিকের সঙ্গে ঝামোয় জড়ানোয় গ্রেফতার হন এলানো। যা নিয়ে বিব্রত চেন্নাই শিবির। রবিবারই অবশ্য শেষ রাতে জামিন পেয়ে গিয়েছেন এলানো। পরে টিমের সঙ্গে তিনি জয় সেলিব্রেট করতে পার্টিতেও যান। সোমবার রাতে ব্রাজিলের উদ্দেশে ভারত ছেড়েছেন তিনি। কিন্তু তাতেও বিতর্ক মিটছে কোথায়!
রবিবার রাতে ম্যাচের পর গোয়ার স্টপার গ্রেগরির সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায় এলানোর। তারই রেশে এফসি গোয়ার অন্যতম মালিক দত্তরাজ সালগাওকরকে এলানো কনুই দিয়ে ধাক্কা মারেন বলে অভিযোগ। গোয়ার মুখ্যমন্ত্রীর সামনে পুরো ঘটনাটি ঘটে। এও জানা গিয়েছে, ম্যাচ শেষ হওয়ার পরই গোয়া টিম নিয়ে নানা কটুক্তি করেছিলেন এলানো। এর পরেই গোয়া টিমের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় এলানোর নামে। এ দিন মারগাও থানার ইনস্পেক্টর সিএল পাতিল বলেন, ‘‘সালগাওকরের অভিযোগ নথিবদ্ধ হওয়ার পরেই এলানোকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।’’
রবিবার গভীর রাতে অতিরিক্ত দায়রা বিচারক ভিনসেন্ট সিলভা তাঁর জামিন মঞ্জুর করলে দেশ ছাড়ার অনুমতি পান চেন্নাই টিমের এই ফুটবলার। জামিনের জন্য এলানো থানায় আটকে রয়েছেন, এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে মিডিয়ার ভিড় আছড়ে পরে থানার সামনে। ভিড় জমান আইএসএলের সঙ্গে জড়িত বেশ কয়েক জন ফুটবল আধিকারিকও।
ঘটনায় প্রচণ্ড উদ্বিগ্ন এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। তিনি বলেছেন, ‘‘ম্যাচ কমিশনারের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। গোটা ঘটনায় আমি স্তম্ভিত। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমি এএফসি আর ফিফার সঙ্গেও কথা বলেছি।’’ পরে এ দিন সকালে এলানোর আইনজীবী রাজীব গোমস জামিন পাওয়ার খবর জানিয়ে বলেন, ‘‘জামিন পাওয়ার পরেও এলানোকে অহেতুক দীর্ঘ সময় থানায় আটকে রাখা হয়। সোমবার সকালে এলানো গোয়া ছেড়েছেন।’’ সূত্রের খবর, চেন্নাইয়ান অধিনায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩ ও ৫০৪ ধারায় মামলা রুজু হয়েছে।
গোটা ঘটনার জেরে গোয়ান ফুটবলে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত এলানোর আইনজীবী রাজীব গোমস। তাঁর কথায়, ‘‘ঘটনার পর বেশ উত্তেজিত ছিলেন অভিযোগকারী। বার বার বলা হলেও মেডিকেল চেক-আপ করাননি তিনি। এর ফলে আগামী দিনে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার আগে বিদেশি ফুটবলারদের মধ্যে আতঙ্ক তৈরি হবে। তাঁরা গোয়ায় খেলতে উৎসাহ নাও পেতে পারেন।’’